Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

পুলিশি অভিযানে জীবনতলায় ৮০ কেজি গাঁজা উদ্ধার,গ্রেফতার ১

পুলিশি অভিযানে জীবনতলায় ৮০ কেজি গাঁজা উদ্ধার,গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি  ,ক্যানিং -বড়সড় সাফল্য পেলো বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার অধিনস্থ ঘুটিয়ারীশরীফ ফাঁড়ীর পুলিশ।উদ্ধার করলো বিপুল পরিমান লক্ষাধিক টাকার গাঁজা। পাশাপাশি গাঁজা ব্যবসায় যুক্ত মোশারফ মোল্ল্যা কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার রাতে জীবনতলা থানার শ্রীনগর লস্কর পাড়া এলাকায়।
গত বেশ কয়েকদিন ধরে গাঁজা পাচার চক্র রমরমা ব্যবসা করছিল। এমনই খবর গোপনে পৌঁছে যায় জীবনতলা থানার অধীনস্থ ঘুঁটিয়ারীশরীফ ফাঁড়ীর পুলিশ।সেই মতো ফাঁড়ীর ওসি সমরেশ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শ্রীনগরের লস্করপাড়ায় বিশেষ তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি অভিযান চালিয়ে মোশারফ মোল্ল্যার বাড়ী থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ জীবনতলা থানার ঘুটিয়ারীশরীফ ফাঁড়ীর পুলিশ। পুলিশ সুত্রে জানাগেছে উদ্ধার হওয়া ৮০ কেজি গাঁজার বাজার মূল্য আনুমানিক প্রায় কয়েকলক্ষ টাকা। বিপুল পরিমান এই গাঁজা কোথায় থেকে আনা হয়েছিল সে বিষয়ে ধৃত দুষ্কৃতি কে জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করেছে ঘুটিয়ারীশরীফ ফাঁড়ীর পুলিশ। পাশাপাশি এই গাঁজা পাচারে আর কে বা কারা জড়িত রয়েছে কিংবা আন্তর্জাতিক কোন পাচার চক্র জড়িত রয়েছে কি না সে বিষয়েও গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment

0 Comments