Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

আমফান বিদ্ধস্ত সুন্দরবনের অসহায় মানুষের পাশে শিক্ষকরা

আমফান বিদ্ধস্ত সুন্দরবনের অসহায় মানুষের পাশে শিক্ষকরা 

নুরসেলিম লস্কর | গোসাবা | বুুধবার -  সুপার সাইক্লোন আমফান তান্ডব চালানোর পর অতিক্রান্ত হয়েগিয়েছে প্রায় এক মাস।তার উপর দেশ জুড়ে আনলগ ওয়ান ঘোষনা হওয়ার পর যখন সমগ্র দেশ ধীরে ধীরে পরিস্থিতি সামলে সামনের দিকে তাকাতে চাইছে। ঠিক তখনই সুন্দরবনের আমফান বিদ্ধস্ত কয়েক লক্ষ মানুষের জীবন অন্ধকারে কারণ সুপার সাইক্লোনের ফলে সুন্দবনের একাধিক নদী বাঁধ ভেঙে চাষের জমি, পুকুর থেকে শুরু করে তাদের শেষ সম্বল মাথা গোঁজার ঘর গুলি পর্যন্ত এখনো জলের নিচে। নেই নিজেদের লজ্জা নিবারণের মতো পর্যাবতঃ জামা কাপড়।সরকারের তরফ থেকেও মিলছে না তেমন কোন ত্রাণ বলে অভিযোগ আমফান বিদ্ধস্ত সুন্দরবনবাসীর।

সুন্দরবনবাসীর এই দুর্দশার কথা ভেবে আজ সকালে প্রবল বৃষ্টি মধ্যে দিয়ে ঘটিয়ারীশরীফ সার্কেলের শিক্ষকরা এগিয়ে আসলেন সুন্দরবনের অসহায় মানুষ গুলির পাশে দাঁড়াতে তাঁরা এ দিন সকালে বৃষ্টি মাথায় করে নদী পথে জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ নিয়ে পৌঁছে যান সুন্দরবনের ছোট মোল্লাখালি, কুমিরমারির মতো গ্রামে।এই গ্রামের অসহায় মানুষের হাতে তুলেদেন বিস্কুট, ছাতুর প্যাকেটের মতো শুকনো খাবারের পাশাপাশি চাল, ডাল, সয়াবিন, গামছা ও কিছু জামা কাপড়।শিক্ষকদের কাছ থেকে এই রেশন সামগ্রিক পেয়ে স্বাভাবিক ভাবে খুশি ঐ এলাকার মানুষজন। এই ত্রাণ পাওয়ার পর হরি সরদার নামের এক ব্যক্তি বলেন ' নেতারা তো আমাদের কথা ভাবে না যা হোক মাস্টার মশাই রা আমাদের কথা ভেবেছেন তার জন্য ওনাদের কে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদা '। এই ঝড় বৃষ্টি মাথায় করে জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ দিতে আসার বিষয়ে জানতে চাইলে শিক্ষক গোপাল সা বলেন ' আপনারা জানেন জলে কুমির ডাঙায় বাঘের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকতে হয় সুন্দরবনে বসবাসকারী প্রায় পঞ্চাশ লক্ষ মানুষকে। তার মধ্যে করোনার ফলে লগডাউন ও আমফানের ফলে এই মানুষ গুলো আজ সত্যি খুবই অসহায় হয়ে পড়েছে। তাই আমরা ঘুটিয়ারীশরীফ সার্কেলের শিক্ষকরা মিলে ঠিক করি যে আমরা এই মানুষ গুলির পাশে দাঁড়াবো সেই মতো আজ আমাদের এই প্রয়াস '।


এবিষয়ে শিক্ষক জাকির মোল্লা বলেন ' আমফান ঝড়ের ফলে সবচেয়ে ক্ষতি গ্রস্ত সুন্দরবন। তার উপরে গত কয়েক মাস ধরে দেশ জুড়ে চলছে লগডাউন। এই দুই ফলায় বিদ্ধস্ত হয়ে পড়েছে সুন্দরবনের অগণিত মানুষ। তাই আমরা কয়েকজন শিক্ষক মিলে কিছুটা চেষ্টা করলাম এই অসহায় মানুষ গুলির পাশে দাঁড়াতে। সেই মতো আমরা আজ প্রায় ৪০০ পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রিক তুলে দিলাম।  সেই সঙ্গে করোনার হাত থেকে রক্ষা পেতে এই মানুষগুলিকে মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব বোঝায় রাখার অনুরোধ ও করলাম '৷ এই ত্রাণ দিতে শিক্ষক গোপাল সা, জাকির মোল্লা দের সাথে ছিলেন  সুকুমার মন্ডল, অসিত বিশ্বাস সহ আর দশ জন শিক্ষক।

Post a Comment

0 Comments