Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

মাস্ক পরা বাধ্যমূলক করতে সচেতনতার বার্তা ট্রাফিক পুলিশের

মাস্ক পরা বাধ্যমূলক করতে সচেতনতার বার্তা ট্রাফিক পুলিশের


নিজস্ব প্রতিনিধি, ক্যানিং    -প্রতিদিনই করোনা সংক্রমণ ও মৃত্যুর হার দ্রুতগতিতে বেড়ে চললেও আজ অবধি হুঁশ ফেরেনি অধিকাংশ মানুষজনের।গাড়িতে কিংবা বাজারহাটে খোলামুখে ঘুরে বেড়াচ্ছেন। ফেরেনি হুঁশ। সেই সমস্ত মানুষজন কে সচেতন করে মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করতে দেখা গেল ক্যানিং ট্রাফিক পুলিশ কর্মীদের। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাস্ক বিহীন পথচলিত সাধারণ পথযাত্রী থেকে গাড়ীর চালক ও সাধারণ যাত্রীদের কে সচেতন করে মাস্ক ব্যবহার করার অনুরোধ করেন ক্যানিং ট্রাফিক পুলিশ কর্মীরা।


 শুধু সচেতনতা করেই ক্ষান্ত থাকেননি ক্যানিং ট্রাফিক পুলিশ কর্মীরা। রীতিমতো মাস্ক বিহীন প্রায় পাঁচশো মানুষের মুখে পরিয়ে দেন মাস্ক।পাশাপাশি তাঁদের কে সচেতন করে ক্যানিং ট্রাফিক গার্ড দেবপ্রসাদ সরকার সাধারণের উদ্দ্যেশে বলেন “ বাইরে বের হলেই বাধ্যতামুলক ভাবে মাস্ক ব্যবহার করা উচিৎ এবং সামাজিক দুরত্ব মেনে চলা প্রয়োজন।আর আমরা সচেতন না হলে করোন সংক্রমণ যেমন বাড়বে তেমন মৃত্যুর হারও বেড়ে যাবে।সতর্কতা অবল্বন করে সুস্থ ভাবে বেঁচে থাকুন।

Post a Comment

0 Comments