Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনে বাঘের হানা, মৃত এক

সুন্দরবনে বাঘের হানা, মৃত এক 

নুরসেলিম লস্কর | গোসাবা |  আবারও বাঘের হানা সুন্দরবনে,প্রত্তন্ত সুন্দরবনের পিছিয়ে পড়া ব্লক গোসাবা। এই ব্লকের লাহিড়ীপুর অঞ্চলের জেমসপুর গ্রামের বাসিন্দা বছর পঞ্চাশের মনোহর মন্ডল ও তার প্রতিবেশি গৌর মন্ডল কে সঙ্গে নিয়ে ভোর পাঁচ টা নাগাদ বেরিয়ে পড়ে সুন্দরবনের পীরখালি জঙ্গলের উদ্দেশ্য  মাছ, কাঁকড়া ধরার জন্য। লগডাউন ও আমফান এই জোড়া ফলায় বিদ্ধস্ত গোটা সুন্দরবন যার ফলে সুন্দরবনের মানুষের এখন শোচনীয় অবস্থা। ঠিক মতো জুটছেনা দু মুঠো ভাত তাই সমস্ত বাঁধা বিপত্তি কে সরিয়ে রেখে জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলের উদ্দেশ্য পাড়ি দিয়ে ছিলেন মনোহর মন্ডল ও তার প্রতিবেশী আর সেখানে ঘটে গেল বিপত্তি মনোহরের সঙ্গী গৌর মন্ডলের কথা অনুসারে জঙ্গলে কাঁকড়া ধরার সময় তাদের উপরে আক্রমণ করে বিশালকার এক বাঘ। সেখান থেকে তুলে নিয়ে যায় মনোহর মন্ডলকে। শত চেষ্টা করে ও গৌর মন্ডল বাঘের হাত থেকে রক্ষা করতে পারেনি তার সঙ্গী মনোহর কে। বাঘের মনোহর কে নিয়ে চলে যায় গভীর জঙ্গলে।তার পর কোনক্রমে বাড়িতে ফিরে সেই খবর দেয় মনোহরের স্ত্রী সন্ধ্যা মন্ডল কে, সেই খবর পাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে মনোহরের স্ত্রী। 



সন্ধ্যা ও মনোহরের এক মেয়ে ও এক ছেলে সংসারের একমাত্র রোজগেরে ছিল মনোহর কিন্তূ মনোহরের এই দুর্ঘটনার কথা শোনার পর স্বজন হারা শোকের সাথে ভবিষৎ নিয়ে চিন্তায় সন্ধ্যা। এই খবর পাওয়ার পর স্বাভাবিক ভাবে এলাকায় শোকের ছায়া।
এই খবর শোনার পর মনোহর বাবুর এক প্রতিবেশী কবিতা মন্ডল বলেন ' বাবু আমাদের এখনকার রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই রকম ঘটনা, কি করবো আমাদের  না খেতে পেয়ে মরার থেকে বাঘের মুখে প্রাণ দেওয়া অনেক ভালো তাতে তো আমাদের ঘরের বাচ্চাদের  থেকে শুরু আত্মীয় দের খিদের কাঁন্না তো শুনতে হবে না ' কবিতা দেবী এভাবে স্থানীয় প্রশাসনের উপর যেন ক্ষোভ উগরে দিলেন।,,,!

Post a Comment

0 Comments