Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনে চোরা শিকার রুখতে আসছে সেয়ানা

সুন্দরবনে চোরা শিকার রুখতে আসছে সেয়ানা


 নুরসেলিম লস্কর | বাসন্তী | রবিবার গভীর রাতে রাজ্যে আসছে চার টি প্রশিক্ষিত বেলজিয়াম মিলিয়নস প্রজাতির কুকুর। লাদেন কে ট্র্যাক করতে এই প্রজাতির কুকুরকে ব্যবহার করেছিল আমেরিকা। আকারে সাধারণত জার্মান শেপার্ডের তুলনায় ছোট হলেও বেলজিয়াম মিলিয়ন প্রজাপতির কুকুর অনেক দ্রুত বেগে ছুটতে পারে। এছাড়াও উঁচু স্থানে ওঠা, শত্রুকে নির্দেশ অনুযায়ী আক্রমণ করে ধরে রাখা, আপদকালীন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে কাজ করা ইত্যাদি ট্রেনিং নিতে সক্ষম এই প্রজাপতির কুকুর। ঘ্রান শক্তিও প্রবল তাছাড়াও উষ্ণ আবহাওযার সঙ্গে খাপ খায়য়ে নিতে পারে এই বেলজিয়াম মিলিনয়। তাই পুলিশ ও সেনা বাহিনীতে বেশ কদর এই প্রজাপতির কুকুরের।
       রাজ্যে আসা চারটি কুকুরের মধ্যে যে কুকুর টি কে সুন্দরবনে আনাহচ্ছে তার নাম সেয়ানা। সুন্দরবনে দিন দিন চোরা শিকার রুখতে এবং চোরা শিকারি দের ট্র্যাক করতে সেয়ানা কে আনাহচ্ছে বলে বনদপ্তর সূত্রে খবর।

Post a Comment

0 Comments