আম্ফান দুর্গত শিশুদের প্রোটিন জাতীয় খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিনিধি ,ক্যানিং -আম্ফান কেড়ে নিয়েছে বাড়িঘর।ভেঙে দিয়েছে গাছপালা,বিদ্যুতের খুঁটি।অন্যদিকে করোনার জেরে সমস্ত বিদ্যালয়ও বন্ধ।বন্ধ পঠনপাঠনও।সেই সাথে মিডডে মিলের চাল,আলু পেলেও বিদ্যালয়ের রান্নাকরা খাবার থেকে বঞ্চিত। বঞ্চিত ভিটামিন জাতীয় ডিম কিংবা শাকসবজী থেকেও।করোনা আর আম্ফান পরবর্তী সময়ে এলাকার শিশুরা ধুঁকছে খাদ্য সংকটে এবং আগামীর ভবিষ্যৎ এই সমস্ত শিশুদের সাবলীল ক্ষমতা এবং দৈহিক সুঠাম স্বাস্থ্য গঠনের জন্য প্রয়োজন ভিটামিন।করোনা আর আম্ফানের জোড়া ফলায় বিদ্ধ হয়ে এলাকার মানুষজন ধুঁকছে।ধুঁকছে অসহায় দরিদ্র আম্ফান দুর্গত পরিবারের আগামী প্রজন্মের শিশুরাও।অসহায় দুঃস্থ শিশুদের কে সাহায্যে এগিয়ে এলেন ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। রবিবার সকালে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ক্যাম্প করে এলাকার শিশুদের হাতে প্রোটিন জাতীয় খাদ্যসামগ্রী ক্যাটব্যারি,জুস,দুধ,ছাতু,বিস্কুট সহ সাবান মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন গোপালপুর অঞ্চল যুবতৃণমূল সভাপতি মহাসিন মোল্লা,সহ সভাপতি অর্জুন মহান্তী, গোপালপুর পঞ্চায়েত উপপ্রধান মদন নস্কর,বিশিষ্ট সমাজসেবী আনোয়ার হোসেন ঘরামী সহ অন্যান্য বিশিষ্টরা।
গোপালপুর অঞ্চল যুবতৃণমূল সভাপতি মহাসিন মোল্লা বলেন “আম্ফান দুর্গত দরিদ্র পরিবার গুলো রয়েছে চরম সংকটে। নিজেদের দুবেলা দুমুঠো পেটের ভাত জোগাড় করতে হিশসিম খেতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে শিশুদের প্রোটিন জাতীয় খাদ্যসামগ্রী কেনার সামর্থ নেই দুঃস্থ পরিবার গুলোর।আগামী প্রজন্মের শিশুরা ভিটামিন কিংবা প্রোটিন জাতীয় খাবারের অভাবে ধুঁকবে,এমনটা মেনে নিতে কষ্ট হয়। যার জন্য এলাকার ৫০০ অসহায় দুঃস্থ শিশুর হাতে প্রোটিন জাতীয় খাদ্যসামগ্রী তুলে দিয়েছি।আগামী দিনেও শিশুদের পাশে থাকবো। কারণ শিশুরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।”
নিজস্ব প্রতিনিধি ,ক্যানিং -আম্ফান কেড়ে নিয়েছে বাড়িঘর।ভেঙে দিয়েছে গাছপালা,বিদ্যুতের খুঁটি।অন্যদিকে করোনার জেরে সমস্ত বিদ্যালয়ও বন্ধ।বন্ধ পঠনপাঠনও।সেই সাথে মিডডে মিলের চাল,আলু পেলেও বিদ্যালয়ের রান্নাকরা খাবার থেকে বঞ্চিত। বঞ্চিত ভিটামিন জাতীয় ডিম কিংবা শাকসবজী থেকেও।করোনা আর আম্ফান পরবর্তী সময়ে এলাকার শিশুরা ধুঁকছে খাদ্য সংকটে এবং আগামীর ভবিষ্যৎ এই সমস্ত শিশুদের সাবলীল ক্ষমতা এবং দৈহিক সুঠাম স্বাস্থ্য গঠনের জন্য প্রয়োজন ভিটামিন।করোনা আর আম্ফানের জোড়া ফলায় বিদ্ধ হয়ে এলাকার মানুষজন ধুঁকছে।ধুঁকছে অসহায় দরিদ্র আম্ফান দুর্গত পরিবারের আগামী প্রজন্মের শিশুরাও।অসহায় দুঃস্থ শিশুদের কে সাহায্যে এগিয়ে এলেন ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। রবিবার সকালে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ক্যাম্প করে এলাকার শিশুদের হাতে প্রোটিন জাতীয় খাদ্যসামগ্রী ক্যাটব্যারি,জুস,দুধ,ছাতু,বিস্কুট সহ সাবান মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন গোপালপুর অঞ্চল যুবতৃণমূল সভাপতি মহাসিন মোল্লা,সহ সভাপতি অর্জুন মহান্তী, গোপালপুর পঞ্চায়েত উপপ্রধান মদন নস্কর,বিশিষ্ট সমাজসেবী আনোয়ার হোসেন ঘরামী সহ অন্যান্য বিশিষ্টরা।
গোপালপুর অঞ্চল যুবতৃণমূল সভাপতি মহাসিন মোল্লা বলেন “আম্ফান দুর্গত দরিদ্র পরিবার গুলো রয়েছে চরম সংকটে। নিজেদের দুবেলা দুমুঠো পেটের ভাত জোগাড় করতে হিশসিম খেতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে শিশুদের প্রোটিন জাতীয় খাদ্যসামগ্রী কেনার সামর্থ নেই দুঃস্থ পরিবার গুলোর।আগামী প্রজন্মের শিশুরা ভিটামিন কিংবা প্রোটিন জাতীয় খাবারের অভাবে ধুঁকবে,এমনটা মেনে নিতে কষ্ট হয়। যার জন্য এলাকার ৫০০ অসহায় দুঃস্থ শিশুর হাতে প্রোটিন জাতীয় খাদ্যসামগ্রী তুলে দিয়েছি।আগামী দিনেও শিশুদের পাশে থাকবো। কারণ শিশুরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।”
0 Comments
Welcome