হাতে কোদাল নিয়ে সারাদিন ধরে বৃক্ষ রোপণ করলেন তৃণমূলের বিধায়ক
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের বিভিন্ন এলাকায় ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূলের বিধায়ক শ্যামল মন্ডল নিজেই হাতে কোদাল নিয়ে মাটি খুঁড়ে গর্ত করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বসালেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এবং একটি গাছ একটি প্রাণ বিষয়ে সাধারণ মানুষজনকে সচেতন করে তুলতে।সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে।ভারতে দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।তারপর গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে সুন্দরবন।এবারের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ১৬ লক্ষ গাছ।১ লক্ষ ৬০ হাজার হেক্টর জমিতে গাছের ক্ষতি হয়।
সুন্দরবনে সুন্দরী,কেওড়া, গরাণ,হোগল,গোলপাতা সহ বিভিন্ন প্রজাতির বহু ম্যানগ্রোভ গাছ ধ্বংস হয়ে ঘূর্ণিঝড় আমফানের দাপটে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছে ১০ কোটি গাছ লাগানোর হবে।তারই আর্দশকে সামনে রেখে কোমড় বেঁধে নেমে পড়ে বৃক্ষ রোপণ করতে বিধায়ক শ্যামল মন্ডল।এদিন সকাল থেকে নিজেই কোদাল নিয়ে বেরিয়ে পড়ে মাতলা অঞ্চলে বৃক্ষ রোপণ করতে।
নিলাদ্রি শেখর দে বিডিও ক্যানিং-১ ব্লক
নিজেই কোদাল দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে।তারপর দুপুর ১২ টায় তৃণমূলের কার্য্যলয়ে সাংবাদিক সম্মেলন করেন দলীয় কাজকর্ম নিয়ে।
শ্যামল মন্ডল বিধায়ক ক্যানিং পশ্চিম কেন্দ্র
এরপর বিকাল ৩ টায় বিধায়ক শ্যামল মন্ডল ক্যানিং-১ বিডিও নিলাদ্রি শেখর দে,ক্যানিং মহকুমা ডেপুটি ম্যাজিসেট্রট অর্নব সাহা সহ বিভিন্ন দফতরের অফিসার সঙ্গে নিয়ে বৃক্ষ রোপণ করে।বিধায়কের এমন ধরনের উদ্যোগ দেখে সাধারণ মানুষজন এগিয়ে আসে বৃক্ষ রোপণের কাজে।বিধায়ক শ্যামল মন্ডল বলেন ঘূর্ণিঝড় আমফানের দাপটে বহু ঘরবাড়ি,গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।আজ বিশ্ব পরিবেশ দিবস।তাই নিজেই বৃক্ষ রোপণ করতে শুরু করলাম।একটি গাছ একটি প্রাণ।গাছ না থাকলে আমরা কেউ থাকবো না।
0 Comments
Welcome