Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

চীনা পণ্য বয়কটের দাবিতে ক্যানিং এ পথসভা

চীনা পণ্য বয়কটের দাবিতে ক্যানিং এ পথসভা 

নুরসেলিম লস্কর, ক্যানিং |   গত সোমবার ভারত চীন সীমান্তে লাদাখ বর্ডারে চীনা সেনার কাপুরুষত আক্রমনের মুখে পড়ে শহীদ হয়েছে এক কর্নেল সহ কুড়ি ভারতীয় সেনা জোয়ান। তার পর থেকে গোটা দেশ ফুঁসছে বদলার দাবিতে সঙ্গে চলছে চীনা পণ্য বয়কটের দাবি। শহীদ কুড়ি জোয়ানের মধ্যে এ রাজ্যের ও রয়েছে দুই বীর শহীদ জোয়ান  রাজেশ ওরাং ও বিপুল রায় এ দিন দুই শহীদ জোয়ান কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মধ্যে দিয়ে  তাঁদের শেষকীর্ত সম্পূর্ণ হয় আর শহীদ জোয়ানদের শদ্ধা জানাতে গিয়ে বদলার কথা বলেছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল থেকে শুরু করে সংসদের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী পর্যন্ত। সমগ্র দেশ জুড়ে যখন বদলার আগুন জ্বলছে তখন বাদ নেই এ রাজ্যের পত্তন্ত সুন্দরবনের ক্যানিং শহরও।

 বীরভূমে ও আলিপুরদুয়ারে যখন বাংলার দুই জোয়ানের শেষকীৰ্ত চলছে ঠিক তখনই ক্যানিং বাসস্ট্যান্ডে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা চীনা পণ্য বয়কটের দাবিতে এক পথসভা করে, সভাশুরুর আগে শহীদ জোয়ানদের অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান মোমবাতি জ্বালিয়ে বীর জোয়ানদেরকে শ্রদ্ধা জানানো হয়। তার পর পথ চলতি মানুষকে তারা বোঝানোর চেষ্টা করে যে চীনা সৈন্যদের বর্বাচিত আক্রমনের জন্য আমাদের বীর জোয়ানদের রক্ত ঝড়েছে সেই দেশের তৈরী কোন জিনিস আমরা ভারতীয় রা ব্যবহার করবো না। এই পথসভা করার সময় হিন্দু জগরণ মঞ্চের সদস্যদের হাতে ছিল চীনা পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে প্লাকাট, পোস্টার। এরকম পথসভা ক্যানিং ব্লক জুড়ে বিভিন্ন জায়গায় আরও করা হবে বলে জানায় হিন্দু জগরন মঞ্চের এক সদস্য।

Post a Comment

0 Comments