Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবন জুড়ে চলছে ত্রাণ বিতরন

সুন্দরবন জুড়ে চলছে ত্রাণ বিতরন 

নুরসেলিম লস্কর
  
গত শনিবার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের একটি আধিকারিক সংগঠন "পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতি"র বেশ কয়েকজন সদস্য ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে গেছিলেন আম্ফানে দক্ষিণ ২৪ পরগণার সর্বাধিক  ক্ষতিগ্রস্ত ব্লক পাথরপ্রতিমা ব্লকের একটি প্রত‍্যন্ত দ্বীপ কে প্লটে। সেখানে ক্ষতিগ্রস্ত ৬৫ টি পরিবারের মানুষদের হাতে তুলে দেওয়া হয় ছাতু, বাতাসা, সয়াবিন, বিস্কুট,সর্ষের তেল প্রভৃতি খাদ্যদ্রব্য এবং ও.আর.এস, সাবান, মাস্ক, স‍্যানিটারি প‍্যাডের মত অত‍্যাবশ‍্যকীয় দ্রব্য সামগ্রী। সমিতির উদ্যোগে গ্রামের মহিলাদের হাতে তুলে দেওয়া হয় নতুন শাড়ি। পাথরপ্রতিমা ব্লকের বি এল এবং এল আর ও সমিতির সদস্য শ্রী অভিজিৎ কুন্ডু এবং ওই ব্লকের দুজন রাজস্ব আধিকারিক সমগ্র কর্মসূচিতে উপস্থিত থেকে সামগ্রিক ব‍্যবস্থাপনা পরিচালনা করেন। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস‍্যা মাননীয়া শর্মিলা সাহু। 

এই শুভ উদ‍্যোগে সমিতির অন‍্যান‍্য সদস‍্যদের সাথে এগিয়ে এসে অংশগ্রহণ করেন ভূমি দপ্তরের কয়েকজন অবসরপ্রাপ্ত বর্ষীয়ান আধিকারিক বৃন্দ।
এই কাজে স্বেচ্ছায় এগিয়ে এসে অনুদান দিয়েছেন "রেইলফ্যানস ইউনাইটেড"  নামক একটি গোষ্ঠীর সদস্যরাও। করোনা ও আম্ফান পরবর্তী সঙ্কটকালীন পরিস্থিতিতে এভাবেই বারবার নিঃস্বার্থ ভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ভূমি দপ্তরের এই আধিকারিক সমিতি।

Post a Comment

0 Comments