Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

করোনা সতর্কতায় রাজপথে নামলো শিক্ষকরা

করোনা সতর্কতায় রাজপথে নামলো শিক্ষকরা


নুরসেলিম লস্কর |   বিশ্ব জুড়ে চলছে মারণ ভাইরাস করোনার স্ট্রীমরোলার। যার প্রভাবে  বন্ধ স্কুল, কলেজ থেকে শুরু করে সমস্ত বাজার ঘাট। গত তিন মাস ধরে সমগ্র দেশে লাঘু ছিল লগডাউন, সেই লগডাউন কিছুটা শিথিল করে বর্তমান সমগ্র দেশে চলছে আনলক প্রক্রিয়া। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন কিন্তূ সরকারি ভাবে বার বার বলা হচ্ছে সোশ্যাল ডিসটেন্স বা সামাজিক দুরুত্ব বোঝায় রাখতে কিন্তূ সাধারণ মানুষ এখনো সেই ভাবে সচেতন না হয়ে ম্যাক্সহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে, ভিড় জটলা তৈরী করছে যার ফল সমগ্র মানব জাতিকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে ! সেই আশঙ্কা থেকে ও সমাজের পথপ্রদর্শক সেই শিক্ষকরা এবার এগিয়ে আসলেন সমাজ কে সচেতন করতে। মঙ্গলবার সকাল থেকে ক্যানিং, তালদি, ঘুটিয়ারীর বিভিন্ন এলাকা ও বাজারে বাজারে ঘুরে ঘুরে অটো নিয়ে মাইকিং করে চললো করোনা সতর্কতার প্রচার। এই মানবিক প্রচার করতে দেখা গেল ঘুটিয়ারী শরীফ সার্কেলের শিক্ষকদের।


 এ দিন প্রচারে বার বার শোনা গেল ম্যাক্স ছাড়া কেউ বাহিরে বের হবেন না, বার বার সাবান  দিয়ে হাত ধূন, যথা সম্ভব ভিড় এড়িয়ে চলুন ইত্যাদির মতো বিভিন্ন সতর্কতামূলক বার্তা।এই সতর্কতামূলক প্রচারের ব্যাপারে জানতে চাইলে এক শিক্ষক বলেন ' লগডাউন শুরুর দিন থেকে স্কুল, কলেজ সব বন্ধ আমরা সবাই বাড়িতে বন্দি জীবন যাপন করছি আর এটাই এই রোগের এখনো পর্যন্ত একমাত্র ওষুধ কিন্তূ রোজ টিভি,খবরের কাগজ খুললে দেখতে পাচ্ছি রোজ রোজ কত মানুষ এই মারণ রোগে আক্রান্ত হচ্ছে কারণ মানুষ সরকারি বিধিনিষেধ না মেনে যে ভাবে ঘুরে বেড়াচ্ছে ও নিম্নতম সচেতনতা নেই তাই আমরা শিক্ষকরা মিলে ঠিক করলাম প্রচারের মাধ্যমে যদি কিছু টা হলেও এই মানুষ গুলো কে সচেতন করা যায় তাই সেই মতো আমরা আজ থেকে এই প্রচার করা শুরু করেছি এবং আমাদের মতো যদি আরও অনেক ক্লাব,সোসাইটি বা বিভিন্ন সংগঠন এগিয়ে এসে সাধারণ মানুষ কে সচেতন করে তাহলে আমরা সময়ের অনেক আগে এই যুদ্ধে জয় লাভ করবো তাই সবাইকে এই সংকটময় পরিস্থিতিতে এগিয়ে আসতে আহ্বান করবো  '
     শিক্ষকদের এই মানবিক কাজ দেখে এক ব্যাক্তি বলছিলেন ' বন্ধ স্কুল কিন্তূ বন্ধ নেই তাঁদের কাজ সত্যি শিক্ষকদের এই সচেতনতার পাঠ যে আজ আমরা পাচ্ছি তা থেকে অনেক সাধারণ মানুষ সচেতন হবে '

Post a Comment

0 Comments