Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বিশ্ব পরিবেশ দিবসে পি এস ইউ র বৃক্ষ রোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবসে পি এস ইউ র বৃক্ষ রোপণ কর্মসূচি

নুরসেলিম লস্কর   
গাছ লাগাও ঘরে ঘরে, অক্সিজেন নাও প্রাণ ভরে ' এই মন্ত্র কে সঙ্গী করে বিশ্ব পরিবেশ দিবসে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার বামপন্থী ছাত্র সংগঠন পি এস ইউ র পক্ষথেকে এদিন জেলা জুড়ে চললো বৃক্ষ রোপণ কর্মসূচি।দক্ষিণ চব্বিশ পরগনা জেলার  বিভিন্ন নদীর চড়ে কেওয়া, গোরান সহ সুন্দরী গাছ ও রাস্তার ধারে ধারে আম মেহেগুনি আকাশবাণী গাছ লাগায় এই ছাত্র সংগঠনের সদস্যরা।আজ সকাল থেকে শুরু করে সন্ধ্যা ছটা পর্যন্ত চলে এই বৃক্ষ রোপণ কর্মসূচি।এই কাজে ছাত্র সংগঠনের সদস্যদের সাথে সর্বক্ষণ ছিলেন বাসন্তী ব্লকের যুব ফ্রন্টের সভাপতি হায়দার মোল্লা।এই কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে পি এস ইউ র জেলা সম্পাদক মোরসেলিম মন্ডল বলেন ' আপনারা জানেন বর্তমানে গোটা বিশ্ব সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যে আবার আঘাত হানছে আমফান, বুল বুল, আইলায় মতো ঘূর্ণি ঝড় আর আমাদের তথা সমগ্র বিশ্বকে এইসব বিপদ থেকে রক্ষা করতে পারে শুধু গাছ তাই আজ বিশ্ব পরিবাবেশ দিবসে আমাদের এই কর্মসূচি। 

Post a Comment

0 Comments