Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্লান্তিহীন ক্যানিং যুবসমাজ

ক্লান্তিহীন ক্যানিং যুবসমাজ 


নুরসেলিম লস্কর |  করোনা ও আমফান ফলায় বিদ্ধস্ত গোটা সুন্দরবন। সরকারের ঘোষণা মতো সাধারণ মানুষ পাচ্ছেনা তেমন কোন সুযোগ সুবিধা। আর যেখানে বা পাচ্ছে সেখানে উঠছে নানা অভিযোগ যার ফলে সমগ্র রাজ্য জুড়ে চারিদিকে চলছে বিক্ষোভের আগুন। কথাও পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় নেতা কর্মীদের বিরুদ্ধে উঠছে স্বজন প্রসনের অভিযোগ, সঙ্গে চলছে বিডিও, পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ।সরকারী ত্রাণ ও সাহায্য না পেয়ে সাধারণ মানুষ যখন ক্ষোভে ফুঁসছে ঠিক তখনই পত্তন্ত সুন্দরবনের অসহায় মানুষ গুলোর পাশে এসে দাঁড়ালো ' ক্যানিং যুবসমাজ ' ও আরও একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারা শনিবার সকাল সকাল ত্রাণ নিয়ে পৌঁছে যায় সুন্দরবনের ঝড়খালী গ্রাম পঞ্চায়েতের সমব্যয় মোড়,কেজি কলোনি,বালি খাল গ্রামে। এই গ্রাম গুলোর প্রায় চারশো পরিবারের হাতে এ দিন ক্যানিং যুবসমাজ ও এক স্বেচ্ছাসেবী সংস্থা পক্ষ থেকে সোয়াবিন, চিরে,  মুড়ি, বিস্কুট, তেল, ডাল, ডিম , মাক্স ইত্যাদি রেশন সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ পেয়ে স্বাভাবিক ভাবে খুশি ঐ এলাকার মানুষজন। এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সর্বক্ষণ উপস্থিত ছিলেন সুন্দরবনের স্বনামধন্য কবি ফারুক আহমেদ সরদার।


    এ বিষয়ে ক্যানিং যুবসমাজের এক সদস্য দিবাকর সরদার বলেন ' আমরা লগডাউন শুরুর দিন থেকে এই ভাবে অসহায় মানুষদের পাশে সব সময় আছি, এবং ভবিষ্যতেও ক্যানিং যুবসমাজ থাকবে '।
       এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সর্বক্ষণ উপস্থিত থাকা সুন্দরবনের বিশিষ্ট কবি ফারুক আহমেদ সরদার বলেন ' সমাজের উন্নতি তখনই হবে যখন যুবসমাজ এগিয়ে আসবে। আর আজ সত্যি খুব ভালোলাগছে দেখে যে সমাজের এর দুর্দিনে এই অসহায় মানুষ গুলো পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে এই যুব শক্তি। এবং এই অনুষ্ঠানের অংশ হতে পেরেও খুব ভালো লাগছে আমার।

Post a Comment

0 Comments