Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

স্বাস্থ সেবায়, ক্যানিং যুব সমাজ

স্বাস্থ সেবায়, ক্যানিং যুব সমাজ 


নুরসেলিম লস্কর   

করোনা নিয়ে যখন গোটা বিশ্ব দিশেহারা ডাক্তার, বিজ্ঞানীরা দিন রাত এক করে দিয়ে চেষ্টা চালাচ্ছে এই মারণ ভাইরাসের হাত থেকে সমগ্র পৃথিবী কিভাবে রক্ষা করবে। কিন্তূ যতক্ষন না সেই উপায় খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন আমাদের সকল কে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে যেমন বিশেষ করে সোশ্যাল ডিসট্যান্স বা সামাজিক দূরত্ব কিন্তূ পত্তন্ত সুন্দরবনের মানুষ জীবন রক্ষার্থে এই নিয়ম কানুন গুলো কষ্ট হলেও মেনে চলছিল আর এই নিয়ম কানুন মানতে গিয়ে তাদেরকে পড়তে হচ্ছে খাদ্যের অভাব সহ নানা অসুবিধায় তার মধ্যে আবার গত 20 শে মে সুন্দরবন জুড়ে তান্ডব চালায় সুপার সাইক্লোন আমফান।করোনা ও আমফান এই দুই জোড়া ফোলায় বিদ্ধস্ত গোটা সুন্দরবন, করোনা কেড়ে নিয়েছে ইনকামের পন্থা আর আমফান কেড়ে নিয়েছে মাথার উপরের ছাদ সঙ্গে শেষ করে দিয়েছে শেষ সম্বল চাষের জমি গুলোকে কারণ আমফানের ফলে সুন্দরবনের একাধিক ব্লকের বিস্তৃন্ন এলাকার নদী বাঁধ গুলো ভেঙ্গে সমস্ত জমি গুলো নোনা  জলের তলায় কম করে তিন বছর চাষ বন্ধ। 

চারিদিকে শুধু মাছ,গরু, ছাগল মরার দুর্গন্ধ সম্পূর্ণ অস্বাস্থকর পরিবেশের মধ্যে দিন কাঠাচ্ছে গোটা সুন্দরবনবাসী। বিভিন্ন সহৃদয় ব্যাক্তি, ক্লাব, সোসাইটি বা অন্য কোন সংগঠনের দেয়া ত্রাণ নিয়ে কোন রকমে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে অসহায় সুন্দরবনবাসী কিন্তূ কোথাও থেকে মিলছিলোনা নূন্যতম চিকিৎসা ব্যবস্থা আর এই খবর পাওয়া মাত্র এগিয়ে আসলো ' ক্যানিং যুব সমাজ ' নামক এক সংগঠন তারা এদিন সকালে গোসাবা ব্লকের দয়াপুর এলাকার জেটিঘাট সংলগ্নে একটি মেডিকেল ক্যাম্প করে।এই ক্যাম্পে তারা এদিন প্রায় ১০০০ জন অসহায় মানুষের স্বাস্থ পরীক্ষা করে ওষুধপত্র তুলে দেয়। সেই সঙ্গে তুলে দেয় চাল, আলু, ডাল সহ নানা সাংসারিক রেশন সামগ্রিক, এই সাহায্যের জন্য ক্যানিং যুব সমাজকে ধন্যবাদ জানাই দয়াপুর এলাকার মানুষজন।এ বিষয়ে ক্যানিং যুব সমাজের অন্যতম সদস্য শুভ্র মন্ডল বলেন ' সুন্দরবনের এই অসহায় মানুষ গুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ত্রাণ পাচ্ছিলো কিন্তূ এখন সবচেয়ে জরুরী তাদের চিকিৎসার আর সেটাই পাচ্ছিলোনা এই মানুষ গুলো তাই আমরা ক্যানিং যুব সমাজের সমস্ত সদস্যরা মিলে ঠিক করি আমরাই এই মানুষ গুলোর চিকিৎসার ব্যবস্থা করবো সেই মতো আজ আমাদের এই প্রয়াস এবং আগামী দিনেও চলবে আমাদের এই কাজ '।

Post a Comment

0 Comments