Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে পাগল বলে কটাক্ষ করলেন বিধায়ক জয়ন্ত নস্কর

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে পাগল বলে কটাক্ষ করলেন বিধায়ক জয়ন্ত নস্কর

গোসাবা|রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ কে তীব্র কটাক্ষ করে আক্রমণ হানলেন তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর।বিভিন্ন সময়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্য করা কে কেন্দ্র করে সোমবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রের বগুলাখালি এলাকায়  এক সাংবাদিক সম্মেলন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর বিজিপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে পাগল বলেন তিনি কটাক্ষ করেন।পাশাপাশি দিলীপ বাবুরা আশা করছেন ২০২১ এ রাজ্যে ক্ষমতায় আসবেন সে বিষয়ে বিধায়ক জয়ন্ত নস্কর বলেন এমন স্বপ্ন দেখা ঠিক নয়। তবে স্বপ্ন সবাই দেখতে পারেন কিংবা আশা করতে পারেন,তবে ২০২১ এ স্বপ্ন পূরণ হবে না দিলীপ বাবুর।এমনকি তিনি বলেন দিলীপ বাবু কি যে বলেন তিনি পাগল না অর্ধ পাগল!বিজেপি দলটি কোন নেতৃত্ব পায়নি বলে দিলীপ বাবু উপর ভরসা করছেন।তারপর দিলীপ বাবুর থেকে আমাদের দলে অনেক বেশী যোগ্যতা সম্পন্ন ব্যক্তি রয়েছেন।দিলীপ বাবুর বিষয়ে যতই কম বলা যায় ততই ভালো।


জয়ন্ত নস্কর - বিধায়ক গোসাবা কেন্দ্র

বিধায়ক জয়ন্ত নস্কর আরও বলেন গোসাবা বিধানসভা কেন্দ্রে সুপার সাইক্লোন আম্ফান ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কোন একটি বিজেপির নেতা,কর্মী সমর্থক যদি বলে যে আমি ত্রাণ পায়নি তাহলে আমি এই বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করবো।বিজেপির সাংসদ,নেতা নেতৃদের ত্রাণ বিতরনের বাধা দেওয়ার প্রসঙ্গে বিধায়ক জয়ন্ত নস্কর বলেন কোথায় তারা,তাদের তো সন্ধান পাচ্ছিনা,বিজেপির কাউকেও তো দেখতে পাচ্ছিনা। আপনারা দেখতে পেলে সন্ধান দিন এবং গোসাবা ব্লকে বিজেপির কেউ ত্রাণ দিতে এলে তাদের স্বাগত।

Post a Comment

0 Comments