Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

মথুরাপুরে আমফানে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল

মথুরাপুরে আমফানে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল


মথুরাপুর|শনিবার সকাল সাড়ে ১০ টায়  দক্ষিন ২৪ পরগনার মথুরাপুর-১ ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কাটানদিঘি গ্রামের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় দলের ৭ সদস্য। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে কথাও বলেন তারা। কেন্দ্রীয় দলের প্রতিনিধিদেরকে পেয়ে এলাকার স্থানীয় বাসীন্দারা যারা ত্রাণ পেয়েছে তারা বলেন আমরা ত্রাণ পেয়েছি।আবার বেশ কয়েক জন যারা ত্রাণ পায়নি তারা অভিযোগ করে বলেন আমরা ত্রাণ পায়নি।কেন্দ্রীয় পর্যবেক্ষণ দলের সদস্যরা স্থানীয় মানুষজনের অভিযোগ শুনে তারা ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত ফসলের জমি ও পুকুরের মৎস্য চাষ,বিদ্যুতের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন।পাশাপাশি তারা জানতে চান এলাকায় কত পরিবার বসবাস করে এবং এদের মধ্যে কতজন পরিবার সম্পূর্ণ ভাবে এবং কতজন পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়।এদিন কেন্দ্রীয় দলের সদস্যরা সড়ক পথে মথুরাপুর-২ ব্লকে আসেন।সেখানে বেশ কিছুক্ষণ পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তারা চলে যান ডায়মন্ডহারবার সার্কিট হাউসে।সেখানে ডায়মন্ডহারবার মহকুমা শাসক সুকান্ত সাহা সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করে রওনা দেয় কলকাতা উদ্দেশ্যে।জেলা পরিষদের বন কর্মাধ্যক্ষ সান্তনু বাপুলি বলেন গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল।মথুরাপুর-১ ব্লকে মনি নদীর বাঁধ ভেঙে ৪ টি অঞ্চলে নোনা জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি  চাষবাসের জমি এবং মৎস্য চাষ।প্রায় ৩০ হাজার পরিবারের ঘরবাড়ি ক্ষতি হয়েছে।কেন্দ্রীয় দলটি আরও আগে আসা উচিত ছিল।

Post a Comment

0 Comments