অসহায় মানুষের পাশে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা
নুরসেলিম লস্কর
সুন্দনবন জুড়ে চলছে ত্রাণ বিতরনের কাজ কখনো কারোর ব্যাক্তিগত উদ্যোগে বা কখনো এগিয়ে আসছে ক্লাব সোসাইটির মতো বিভিন্ন সংগঠন। আর এবার সুন্দরবনের অসহায় দুর্গত মানুষের সাহায্য করতে এগিয়ে আসলো রাজ্য সরকারের এক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সংগঠন ' পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতি।
তাদের পক্ষ থেকে প্রত্তন্ত সুন্দরবনের পিছিয়ে পড়া ব্লক বাসন্তীর ভাঙ্গনখালি গ্রামের নদী বাঁধ সংলগ্ন এলাকায় সমিতির কয়েকজন আধিকারিক সদস্য,অবসরপ্রাপ্ত আধিকারিক ও কয়েক জন কর্মী মিলে ঐ এলাকার প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে প্রায় ৯০ টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন ত্রিপল, ছাতু, বাতাসা, বিস্কুটের মত শুকনো খাবার, ও.আর.এস , স্যানিটারি ন্যাপকিন এবং পানীয় জল। তারা গ্রামের মানুষ দের মধ্যে সম্পূর্ণ অক্ষত ও ভালো অবস্থায় থাকা বস্ত্রও বিতরণ করেন। সমস্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তীর বি এল এন্ড এল আর ও শংকর পাজা।
নুরসেলিম লস্কর
সুন্দনবন জুড়ে চলছে ত্রাণ বিতরনের কাজ কখনো কারোর ব্যাক্তিগত উদ্যোগে বা কখনো এগিয়ে আসছে ক্লাব সোসাইটির মতো বিভিন্ন সংগঠন। আর এবার সুন্দরবনের অসহায় দুর্গত মানুষের সাহায্য করতে এগিয়ে আসলো রাজ্য সরকারের এক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সংগঠন ' পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতি।
তাদের পক্ষ থেকে প্রত্তন্ত সুন্দরবনের পিছিয়ে পড়া ব্লক বাসন্তীর ভাঙ্গনখালি গ্রামের নদী বাঁধ সংলগ্ন এলাকায় সমিতির কয়েকজন আধিকারিক সদস্য,অবসরপ্রাপ্ত আধিকারিক ও কয়েক জন কর্মী মিলে ঐ এলাকার প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে প্রায় ৯০ টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন ত্রিপল, ছাতু, বাতাসা, বিস্কুটের মত শুকনো খাবার, ও.আর.এস , স্যানিটারি ন্যাপকিন এবং পানীয় জল। তারা গ্রামের মানুষ দের মধ্যে সম্পূর্ণ অক্ষত ও ভালো অবস্থায় থাকা বস্ত্রও বিতরণ করেন। সমস্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তীর বি এল এন্ড এল আর ও শংকর পাজা।
0 Comments
Welcome