জীবনতলায় সাংবাদিক সম্মেলনে বিজেপিকে তুলোধোনা করলেন বিধায়ক সওকাত মোল্লা
নিজস্ব প্রতিনিধি | রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-২ ব্লকের জীবনতলার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক।সেখানে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের করা মন্তব্য কে কটাক্ষ করেন বিধায়ক সওকাত মোল্লা।এদিন সাংবাদিক সম্মেলন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা দিলীপ ঘোষের মন্তব্য কে কেন্দ্র করে বলেন কাক আর কোকিলের গায়ের রং কালো।আর পানকৌটি বলে একটি পাখি আছে তারও গায়ের রং কালো।দিলীপ বাবুর মন্ত্রীত্ব দূরের কথা,মন্ত্রীর পায়ের যোগত্যা হওয়ার ক্ষমতা দিলীপ বাবুর নেই, যোগত্যাও নেই।সেইটা কেন্দ্রের ওনাদের যারা বড় বড় তাবড় তাবড় নেতা হোক তারা জানেন।সেই কারণে দিলীপ বাবুকে মন্ত্রীত্ব দেয়নি।দিলীপ বাবু বলেছেন তৃণমূলের বুকে পা তুলে দিয়ে উনি তারপর এখান থেকে যাবেন।আমি দিলীপ বাবুকে বলবো স্বপ্ন দেখা ভালো কিন্তু অতি দিবা স্বপ্ন ভালো না।তা আপনি যে দিবা স্বপ্ন দেখছেন দেখুন,এটা কোন দিন বাস্তবে রূপায়িত হবে না।তারজন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং বাংলার মানুষ আছেন।
আপনাদের এই বুকে পা তুলে দেওয়া উঠতে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী আগামী দিনে এর যোগ্য জবাব দিয়ে আপনার মুখে কালি ছুঁড়ে দিয়ে তবে কিন্তু আপনাকে বাংলা থেকে চির বিদায় করবে।এদিন বিজেপির সাংসদ,নেতাদের ত্রাণ বিতরণ বাঁধা দেওয়ার বিষয়ে বিধায়ক সওকাত মোল্লা বলেন বিজেপি ত্রাণ দিতে যাচ্ছে না,সাম্প্রদায়িক উসকানি দিতে যাচ্ছে।বিজেপির কাজ হল এইটা।সেই কারণে হয়তো মানুষ সেখানে প্রতিরোধ গড়ে তুলছে।যেখানে সাম্প্রদায়িক উসকানি দেওয়া হবে আগামী দিনে তৃণমূল যুব কংগ্রেস তার বিরুদ্ধে সর্ব শক্তি দিয়ে তার প্রতিরোধ করবে।ফলে রাজনৈতিক ভাবে মোকাবিলা করা হবে।তাই দিলীপ বাবুরা রাজনৈতিক ভাবে লড়াই করুন ওয়েল কাম জানাবো।
নিজস্ব প্রতিনিধি | রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-২ ব্লকের জীবনতলার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক।সেখানে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের করা মন্তব্য কে কটাক্ষ করেন বিধায়ক সওকাত মোল্লা।এদিন সাংবাদিক সম্মেলন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা দিলীপ ঘোষের মন্তব্য কে কেন্দ্র করে বলেন কাক আর কোকিলের গায়ের রং কালো।আর পানকৌটি বলে একটি পাখি আছে তারও গায়ের রং কালো।দিলীপ বাবুর মন্ত্রীত্ব দূরের কথা,মন্ত্রীর পায়ের যোগত্যা হওয়ার ক্ষমতা দিলীপ বাবুর নেই, যোগত্যাও নেই।সেইটা কেন্দ্রের ওনাদের যারা বড় বড় তাবড় তাবড় নেতা হোক তারা জানেন।সেই কারণে দিলীপ বাবুকে মন্ত্রীত্ব দেয়নি।দিলীপ বাবু বলেছেন তৃণমূলের বুকে পা তুলে দিয়ে উনি তারপর এখান থেকে যাবেন।আমি দিলীপ বাবুকে বলবো স্বপ্ন দেখা ভালো কিন্তু অতি দিবা স্বপ্ন ভালো না।তা আপনি যে দিবা স্বপ্ন দেখছেন দেখুন,এটা কোন দিন বাস্তবে রূপায়িত হবে না।তারজন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং বাংলার মানুষ আছেন।
আপনাদের এই বুকে পা তুলে দেওয়া উঠতে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী আগামী দিনে এর যোগ্য জবাব দিয়ে আপনার মুখে কালি ছুঁড়ে দিয়ে তবে কিন্তু আপনাকে বাংলা থেকে চির বিদায় করবে।এদিন বিজেপির সাংসদ,নেতাদের ত্রাণ বিতরণ বাঁধা দেওয়ার বিষয়ে বিধায়ক সওকাত মোল্লা বলেন বিজেপি ত্রাণ দিতে যাচ্ছে না,সাম্প্রদায়িক উসকানি দিতে যাচ্ছে।বিজেপির কাজ হল এইটা।সেই কারণে হয়তো মানুষ সেখানে প্রতিরোধ গড়ে তুলছে।যেখানে সাম্প্রদায়িক উসকানি দেওয়া হবে আগামী দিনে তৃণমূল যুব কংগ্রেস তার বিরুদ্ধে সর্ব শক্তি দিয়ে তার প্রতিরোধ করবে।ফলে রাজনৈতিক ভাবে মোকাবিলা করা হবে।তাই দিলীপ বাবুরা রাজনৈতিক ভাবে লড়াই করুন ওয়েল কাম জানাবো।
0 Comments
Welcome