সুন্দরবনের অসহায় মানুষের পাশে বাগান সমর্থকরা
নুরসেলিম লস্কর
সমগ্র পৃথিবী জুড়ে চলছে মরণ ভাইরাস করোনার প্রকোপ তার জেরে দেশ জুড়ে চলছিল লগডাউন।তার মধ্যে আবার সমগ্র সুন্দরবন জুড়ে চলেছে সুপার সাইক্লোন আমফানের তান্ডব, লগডাউনের ফলে আগেই বন্ধ হয়ে পড়েছিল রুটি রুজির সমস্ত পথ আর আমফানের জেরে তারা হারিয়ে ফেলেছে তাদের মাথা গোঁজার জায়গা টুকুও। এই দুই জোড়া ফলায় বিদ্ধস্ত হয়ে গোটা সুন্দরবনের মানুষ এখন দিশে হারা,আর এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে একপ্রকার নিজেদের উদ্যোগে এগিয়ে আসলো নিউটাউনের 'হাতিয়াড়া মেরিনার্স নিউটাউন ' নামের এক মোহনবাগান ফ্যানস ক্লাব, তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এ দিন গোসাবা ব্লকের চন্ডিপুর একালার প্রায় 200 অসহায় পরিবারের হাতে তুলে দিল চাল, ডাল, আলু সহ নানা সাংসারিক রেশন সামগ্রিক।
তাদের প্রত্যেকের পরনে ছিল তাদের একান্তই ভালোবাসার শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাবের সবুজ মেরুন জার্সি, মুখে ম্যাক্স, হাতে গ্লাভস. বুকে যুদ্ধ জয়ের স্বপ্ন এবং সেই সাথে অসম্ভব কে সম্ভব করার অদম্য জেদ। এ বিষয়ে হাতিয়াড়া মেরিনার্স এর এক সদস্য আহমেদ আলী মল্লিক বলেন ' আমরা টিভি, ফেইসবুক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া তে আমফান বিদ্ধস্ত সুন্দরবনের ছবি ভিডিও গুলি দেখে নিজেরা আলোচনা করি যে আমরা এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াবো সেই মতো আজকে আমাদের এই প্রয়াস '।
নুরসেলিম লস্কর
সমগ্র পৃথিবী জুড়ে চলছে মরণ ভাইরাস করোনার প্রকোপ তার জেরে দেশ জুড়ে চলছিল লগডাউন।তার মধ্যে আবার সমগ্র সুন্দরবন জুড়ে চলেছে সুপার সাইক্লোন আমফানের তান্ডব, লগডাউনের ফলে আগেই বন্ধ হয়ে পড়েছিল রুটি রুজির সমস্ত পথ আর আমফানের জেরে তারা হারিয়ে ফেলেছে তাদের মাথা গোঁজার জায়গা টুকুও। এই দুই জোড়া ফলায় বিদ্ধস্ত হয়ে গোটা সুন্দরবনের মানুষ এখন দিশে হারা,আর এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে একপ্রকার নিজেদের উদ্যোগে এগিয়ে আসলো নিউটাউনের 'হাতিয়াড়া মেরিনার্স নিউটাউন ' নামের এক মোহনবাগান ফ্যানস ক্লাব, তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এ দিন গোসাবা ব্লকের চন্ডিপুর একালার প্রায় 200 অসহায় পরিবারের হাতে তুলে দিল চাল, ডাল, আলু সহ নানা সাংসারিক রেশন সামগ্রিক।
তাদের প্রত্যেকের পরনে ছিল তাদের একান্তই ভালোবাসার শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাবের সবুজ মেরুন জার্সি, মুখে ম্যাক্স, হাতে গ্লাভস. বুকে যুদ্ধ জয়ের স্বপ্ন এবং সেই সাথে অসম্ভব কে সম্ভব করার অদম্য জেদ। এ বিষয়ে হাতিয়াড়া মেরিনার্স এর এক সদস্য আহমেদ আলী মল্লিক বলেন ' আমরা টিভি, ফেইসবুক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া তে আমফান বিদ্ধস্ত সুন্দরবনের ছবি ভিডিও গুলি দেখে নিজেরা আলোচনা করি যে আমরা এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াবো সেই মতো আজকে আমাদের এই প্রয়াস '।
0 Comments
Welcome