সুন্দরবনের জঙ্গলে বাঘের হানায় মৃত্যু মৎসজীবির
নুরসেলিম লস্কর, গোসাবা
বৃহস্পতিবার | আবারও প্রাণ গেল এক মৎসজীবির।করোনা ও আমফানের জেরে গোটা সুন্দরবন জুড়ে দেখা দিয়েছে অকাল দুর্ভিক্ষ।ঠিক মতো দুবেলা জুটছে না দুমুঠো ভাত বাড়িতে খাওয়ার অভাবে সারাক্ষন কান্নাকাটি করছে ছোট ছোট বাচ্চারা।কোন বাবা মা কি পারে সন্তানের কান্না সয়তে? পারে না, তেমনই পারেনি বিধান কলোনির লাহিড়ী পুরের বাসিন্দা উদয় মিস্ত্রি। তাই তিনি জগদীশ ঢালি কে সঙ্গে নিয়ে ঝীলা জঙ্গলে মাছ ধরতে বেরিয়ে পড়েন বৃহস্পতিবার সকালে।
![]() |
কান্নায় ভেঙে পড়েছেন উদয়ের মিস্ত্রির পরিবারের মানুষজন |
কিন্তূ মাছ নিয়ে আর ফেরা হলোনা বাড়িতে উদয়ের। মাছ ধরার সময় তাদের উপর হানা দেয় বাঘ। জগদীশ সেই বাঘের হাত থেকে পালাতে সক্ষম হলেও পালাতে পারেনি উদয়। জগদীশ বাড়িতে ফিরে খবর দেয় উদয়ের স্ত্রী গীতা কে সব শোনার পর কান্নায় ভেঙে পড়ে গীতা।উদয়ের তিন মেয়ে ও তাদের এক ছেলে মহিম কে নিয়ে সুখের সংসার। গীতা আর উদয় একমাত্র এই সংসারের উপার্জনকারী। পরিবারের একমাত্র উপার্জনকারীর অকাল প্রয়ানে পরিবার পরিজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
উদয়ের মৃত্যুতে আরও এবার প্রশ্ন উঠতে শুরু করলো কেন বারবার সুন্দরবনের মৎসজীবিদের বাঘের হানায় প্রাণ যাচ্ছে? বন দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে উদয়ের মৃত্যুতে।
0 Comments
Welcome