Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

আমফান বিদ্ধস্ত সুন্দরবন পরিদর্শনে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আমফান বিদ্ধস্ত সুন্দরবন পরিদর্শনে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল 

নুরসেলিম লস্কর 
  
 আমফানের ফলে ক্ষতিগ্রস্ত গোটা সুন্দরবন তার মধ্যে ক্ষতির পরিমান সবচেয়ে বেশি দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনায়। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু ক্ষতির পরিমান এই দুই জেলায় বেশি তাই সেখানে আগে যাবে কেন্দ্রীয় দল। তবে এর আগে যদিও প্রধান মন্ত্রী মুখমন্ত্রীকে সঙ্গে নিয়ে আকাশ পথে এই ক্ষতিগ্রস্ত এলাকা গুলি পরিদর্শন করে।এবং বসিরহাটে প্রশাসনিক বৈঠক করে প্রধান মন্ত্রী বলে গিয়েছিলেন যে ক্ষতিগ্রস্ত এলাকা গুলি পরিদর্শন করতে পাঠানো হবে কেন্দ্রীয় পরিদর্শনকারী দল।সেই মতো বৃস্পতিবার রাজ্যে আসছেন সাত সদস্যের পরিদর্শনকারী প্রতিনিধি দল এই দলের নেতৃত্বে থাকছেন স্বরাষ্ট দপ্তরের যুগ্ম সচিব অনুজ শর্মা সঙ্গে থাকছেন কৃষি, মৎস, সড়ক বিভাগের প্রতিনিধিরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে খবর, প্রতিনিধি দলের সদস্যরা উত্তর ২৪ পরগণার ধামাখালিতে প্রথমে প্রশাসনিক বৈঠক করবেন। সেখান থেকে সন্দেশখালি-১, সন্দেশখালি-২ ও ন্যাজাট-১ ব্লকের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগণায় তারা প্রথমে যাবেন পাথরপ্রতিমা কলেজে। সেখানে তারা বৈঠক করবেন। এরপর পাথরপ্রতিমার একাধিক গ্রাম তারা ঘুরে দেখবেন। নদীপথেও একাধিক জায়গায় তারা যাবেন।

Post a Comment

0 Comments