Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু ভাই বোনের

বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু ভাই বোনের

নিজস্ব প্রতিনিধি |  বাসন্তী|রবিবার সকাল ১১ টায় হঠাৎই বিদ্যুৎপৃষ্ঠ হলে মৃত্যু হয় ভাই ও বোনের।মৃতদের নাম মাহারুফ মন্ডল(২০),ময়মনা মন্ডল(৮)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার রামচন্দ্রখালির সোনাখালি বাজার এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোনাখালি এলাকার বাসিন্দা মাহারুফ মন্ডল নিজের বাড়ির পুকুরে মাছ চাষ করে।সেই পুকুরে ইলেকট্রিক মটর বসানো ছিলো।মটরের তার সারাই করছিল কিন্তু তার কেটে পুকুরে পড়ে আছে তারা যানতো না। পুকুরে নামাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই ভাই বোনের মৃত্যু হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানান বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ২ জনের মৃত্যু হয়।দেহ দুটি উদ্ধার করা হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment

0 Comments