Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ঝড়খালির অসহায় ব্যাঘ্র বিধবাদের সাহায্য

ঝড়খালির অসহায় ব্যাঘ্র বিধবাদের সাহায্য 

নিজস্ব প্রতিনিধি |রবিবার | ঝড়খালী - আম্ফান ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ঝড়খালির অসহায় মানুষের বহু ঘরবাড়ি। বিস্তীর্ণ এলাকাজুড়ে নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে গ্রাম নষ্ট হয়ে গেছে মাঠের ফসল। ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েছে বহু পরিবার। এরমধ্যে করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে লকডাউন ও আম্ফান ঝড়ের প্রভাবে আরো অসহায় হয়ে পড়েছেন ঝড়খালির ব্যাঘ্র বিধবা পরিবারগুলি। পরিবারের একমাত্র উপার্জনকারী কে সুন্দরবনে বাঘের আক্রমনে নিহত হতে হয়েছে। স্বজন হারিয়ে আজ অসহায় হয়ে দিন কাটাচ্ছেন সেইসব পরিবারগুলি। রবিবার ঝড়খালীর ৮০ অসহায় পরিবারের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ঝড়খালী সবুজ বাহিনীর আহবানে এগিয়ে আসেন   গ্রীন কোদালিয়া সোসাইটির সম্পাদক অভিজীৎ ঘোষ দস্তিদার।

এর পাশাপাশি রোটারী ক্লাবের সদস্য  চিত্রলেখা ঘোষ ও অসহায় পরিবারের পাশে এগিয়ে আসেন। এদিন ব্যাঘ্র বিধবাদের হাতে সংসারের নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম থেকে শুরু করে খাদ্য সামগ্রী তুলে দেন। চাল-ডাল-তেল-সাবান-লবণ-লংকা-হলুদ-সোয়াবিন, শাড়ি, থালা-বাসন, ছাতা, জুতো এছাড়াও প্রয়োজনীয় জিনিস গুলি দিয়ে সহযোগিতা করেন। যা পেয়ে খুবি খুশি হয়েছেন ব্যাঘ্র  বিধবা পরিবারের অসহায় মহিলারা। গ্রীন কোদালিয়া সোসাইটির সসম্পাদক  অভিজিৎ ঘোষ দস্তিদার জানান "আগামী দিনেও ঝড়খালির অসহায় পরিবারের পাশে থেকে সহযোগিতা করবেন এবং  সাধারণ মানুষের উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে এলাকায় কাজ করবেন।"

Post a Comment

0 Comments