প্রবল বর্ষণ উপেক্ষা করে ৬০০ দুর্গত কে ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি ,ক্যানিং - প্রবল বর্ষণ উপেক্ষা করে আম্ফান দুর্গত পরিবারের হাতে ত্রাণ তুলে দিলো বাসন্তী ব্লকের এক স্বেচ্ছাসেবী সংস্থা।শুক্রবার সকালে ক্যানিং মহকুমার ক্যানিং,বাসন্তী,গোসাবা ব্লকের প্রায় ৬০০ দুর্গত পরিবারের হাতে ত্রাণ তুলেদেন কুলতলি মিলনতীর্থ সোসাইটির কর্ণধার লোকমান মোল্ল্যা।পাশাপাশি এদিন বেশ কিছু পুরোহিত,বৈষ্ণব ধর্মীয় মানুষের হাতেও ত্রাণ তুলেদেন।লোকমান বাবু জানিয়েছেন করোনা কিংবা আম্ফান দুর্গত অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের হাতে ত্রাণ তুলে দিতে পেরেছি। আগামী দিনেও এমন কর্মপ্রণালী চালিয়ে যাবো। এদিন প্রত্যন্ত এলাকার দুর্গত পরিবারগুলো বিশেষ এই ত্রাণপেয়ে আনন্দিত।
নিজস্ব প্রতিনিধি ,ক্যানিং - প্রবল বর্ষণ উপেক্ষা করে আম্ফান দুর্গত পরিবারের হাতে ত্রাণ তুলে দিলো বাসন্তী ব্লকের এক স্বেচ্ছাসেবী সংস্থা।শুক্রবার সকালে ক্যানিং মহকুমার ক্যানিং,বাসন্তী,গোসাবা ব্লকের প্রায় ৬০০ দুর্গত পরিবারের হাতে ত্রাণ তুলেদেন কুলতলি মিলনতীর্থ সোসাইটির কর্ণধার লোকমান মোল্ল্যা।পাশাপাশি এদিন বেশ কিছু পুরোহিত,বৈষ্ণব ধর্মীয় মানুষের হাতেও ত্রাণ তুলেদেন।লোকমান বাবু জানিয়েছেন করোনা কিংবা আম্ফান দুর্গত অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের হাতে ত্রাণ তুলে দিতে পেরেছি। আগামী দিনেও এমন কর্মপ্রণালী চালিয়ে যাবো। এদিন প্রত্যন্ত এলাকার দুর্গত পরিবারগুলো বিশেষ এই ত্রাণপেয়ে আনন্দিত।
0 Comments
Welcome