বীর শহীদ জোয়ানদের শ্রদ্ধার্ঘ
নুরসেলিম লস্কর | ভারত চীন সীমান্তের লাদাখ বর্ডারে শহীদ ভারতীয় বীর সেনা জোয়ানদের শ্রদ্ধা জানলো পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার সন্ধ্যায় ক্যানিং বাজারে অস্থায়ী শহীদ বেদী তৈরী করে বেদীতে মাল্যদান ও বেদীর সামনে মোমবাতি জ্বালিয়ে চীনা আক্রমণে শহীদ কুড়ি বীর সেনা জোয়ানদের শ্রদ্ধা জানায় শিক্ষক সমিতির সদস্য থেকে শুরু করে পথ চলতি বহু মানুষ। শহীদ জোয়ান দের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনও করেন তারা।
শহীদ সেনা জোয়ানদের শ্রদ্ধা জানানোর পর এক ব্যাক্তি বলেন ' আমাদের প্রধানমন্ত্রীর কাছে এখন শুধু একটায় দাবি আমরা বদলা চাই, আমাদের এই বীর জোয়ানদের রক্তের হিসাব ওদের দিতে হবে। আমরা আমাদের সেনা বাহিনীর পাশে আছি '।
নুরসেলিম লস্কর | ভারত চীন সীমান্তের লাদাখ বর্ডারে শহীদ ভারতীয় বীর সেনা জোয়ানদের শ্রদ্ধা জানলো পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার সন্ধ্যায় ক্যানিং বাজারে অস্থায়ী শহীদ বেদী তৈরী করে বেদীতে মাল্যদান ও বেদীর সামনে মোমবাতি জ্বালিয়ে চীনা আক্রমণে শহীদ কুড়ি বীর সেনা জোয়ানদের শ্রদ্ধা জানায় শিক্ষক সমিতির সদস্য থেকে শুরু করে পথ চলতি বহু মানুষ। শহীদ জোয়ান দের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনও করেন তারা।
শহীদ সেনা জোয়ানদের শ্রদ্ধা জানানোর পর এক ব্যাক্তি বলেন ' আমাদের প্রধানমন্ত্রীর কাছে এখন শুধু একটায় দাবি আমরা বদলা চাই, আমাদের এই বীর জোয়ানদের রক্তের হিসাব ওদের দিতে হবে। আমরা আমাদের সেনা বাহিনীর পাশে আছি '।
0 Comments
Welcome