Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

দেশ জুড়ে চলছে শহীদ শরণ

দেশ জুড়ে চলছে শহীদ শরণ

নুরসেলিম লস্কর |  ভারত চীন সীমান্তে শহীদ ভারতীয় বীর জোয়ানদের শেষ কীৰ্ত সম্পূর্ণ হয়েগিয়েছে শুক্রবার। দেশবাসীর চোখের জলের সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর জোয়ান দের বিদায় দিলেও সমগ্র দেশ জুড়ে অব্যাহত লাদাখ সীমান্তের শহীদের শরণ ও শ্রদ্ধার প্রক্রিয়া।
যখন গোটা দেশ শ্রদ্ধার সাথে শহীদ বীর জোয়ান দের শরণ করছে তখন পিছিয়ে নেই প্রত্তন্ত সুন্দরবনের ক্যানিং শহরও। শনিবার সকাল দশটা নাগাদ ওয়েস্ট ব্রোকেন  স্কাউট টিমের উদ্যোগে ক্যানিং  বাসস্ট্যান্ড লাগোয়া আম্মেদকর মূর্তি সামনে অস্থায়ী শহীদবেদী তৈরী করে চললো শহীদ শরণ। এ দিন চীনা হামলায় শহীদ জোয়ান দের শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন ক্যানিং এক নম্বরের বিধায়ক শ্যামল মন্ডল সহ ক্যানিং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শৈবাল লাহিড়ী ও সহসভাপতি অর্ণব রায় ও আরও বিশিষ্ট জনেরা। শহীদবেদিতে প্রদীপ প্রজ্জলন করে শ্রদ্ধা জানান ক্যানিং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শৈবাল লাহিড়ী, শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানায় বিধায়ক শ্যামল মন্ডল এবং উপস্থিত সকলে পুষ্প স্তবক দিয়ে শহীদ বীর জোয়ানদের শ্রদ্ধা জানায়। এছাড়া ও একমিনিট নীরবতা পালন হয় শহীদদের উদ্দেশ্যে।শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর ক্যানিং এক নম্বরের বিধায়ক শ্যামল মন্ডল বলেন ' ভারত চীন সীমান্তে যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখ জনক, শহীদ জোয়ানদের পরিবারদের প্রতি সমবেদনা জানায় ' এ ছাড়াও তিনি বলেন কোথাও যেন আমাদের বিদেশনীতি আজ প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে? সেই সঙ্গে তিনি আরও বলেন তবে যায় ঘটে যাক আমরা সব সময় আমাদের বীর জোয়ানদের সঙ্গে আছি এবং আমাদের সরকারের পাশে আছি '।

Post a Comment

0 Comments