Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

লাখাদে শহীদ সেনা জওয়ানদের স্মরণে ক্যানিং তৃণমূল কংগ্রেস

লাখাদে শহীদ সেনা জওয়ানদের স্মরণে ক্যানিং তৃণমূল কংগ্রেস


নিজস্ব প্রতিনিধি  ,ক্যানিং - লাখাদে ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যুর প্রতিবাদে গর্জে উঠলো ক্যানিং ব্লক তৃণমূল কংগ্রেস।শনিবার সকালে কুড়িজন শহীদ ভারতীয় সেনা জওয়ানের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয় ক্যানিং বাসষ্ট্যান্ডে।এদিন সকালে শহীদ সেনা জওয়ানদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানিয়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান  ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা প্রাক্ত সুন্দরবন উন্নয়ণ মন্ত্রী শ্যামল মন্ডল,ক্যানিং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী, সুন্দরবন মৎস্যজীবী রক্ষা কমিটির ক্যানিং মহকুমার সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শম্ভু সাহা,ক্যানিং ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অর্ণব রায় সহ অন্যান্য বিশিষ্টরা।সুন্দরবন মৎস্যজীবী রক্ষা কমিটির ক্যানিং মহকুমার সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শম্ভু সাহা স্মরণসভা অনুষ্ঠানে শহীদ বেদীতে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়ে দৃঢ় কন্ঠে আওয়াজ তোলেন কুড়িজন ভারতীয় শহীদ সেনা জওয়ানের আত্মার শান্তির জন্য অবিলম্বে বদলা চাই।অন্যথায় শহীদ সেনা জওয়ানদের আত্মা শান্তি পাবে না। কেন্দ্র সরকার কে অবিলম্বে চীনের বিরুদ্ধে বদলা নিতে হবে।

Post a Comment

0 Comments