Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

চিকিৎসক দিবস উৎযাপন ক্যানিং এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের

চিকিৎসক দিবস উৎযাপন ক্যানিং এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের

 নুরসেলিম লস্কর |  বাংলার রূপকার,' ভারত রত্ন ' ড. বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন। যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি সর্বত্রই পালিত হয়। তবে ক্যানিং এ একটু অন্যভাবে উৎযাপিত হল দিনটি। কারণ বাংলার মুখমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে এবারের চিকিৎসক দিবস আমাদের করোনা যোদ্ধাদের প্রতি বিশেষ সন্মানার্থে উৎযাপন  করা হবে। সেই মতো ক্যানিং এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও ক্যানিং  ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ক্যানিং বাজারে  চিকিৎসক দিবস উৎযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন সকালে ডক্টর বিধান চন্দ্র রায়ের ছবিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জয়নগর লোকসভার মাননীয়া সাংসদ শ্রীমতি প্রতিমা মন্ডল। তার পর তিনি প্রায় দেড়শো গর্ভবতী মহিলা, পঞ্চাশ জন শিশু সহ আর তিনশো জন অসহায় পরিবারের  হাতে ম্যাক্স স্যানিটাইজার সহ নানা পুষ্টিকর খাবার তুলে দেন। এই অনুষ্ঠানে মাননীয়া সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল, ক্যানিং ব্লকের  এক নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি যুথিকা ভূঁইয়া, ক্যানিং তৃণমূল কংগ্রেসের সভাপতি শৈবাল লাহিড়ী এবং এলাকার আরও বিশিষ্ট জনেরা।
     এই অনুষ্ঠানে মাননীয়া সাংসদ প্রতিমা মন্ডল বলেন ' দেশ জুড়ে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা তাই আজকের দিনে যদি আমরা নিজেরা সচেতন হয়ে একটু ডাক্তার, নার্সদের কথা মেনে মুখে ম্যাক্স পড়ার পাশাপাশি তাদের কথা মেনে চলতে পারি তাহলে তাঁদের প্রতি এটাই হবে এখন আমাদের সবচেয়ে বড়ো সন্মান। তাই সবাই মুখে ম্যাক্স ব্যবহার করুন, বাড়িতে থাকুন সুস্থ থাকুন '।

Post a Comment

0 Comments