Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

আমফান দুর্নীতির অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও গ্রামবাসীদের,পলাতক পঞ্চায়েত সদস্য

আমফান দুর্নীতির অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও গ্রামবাসীদের,পলাতক পঞ্চায়েত সদস্য


ক্যানিং|শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত যুব তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদারের বাড়ি ঘেরাও করে রাখে কয়েকশো গ্রামবাসী আমফানের ক্ষতিপূরণ নিয়ে স্বজন পোষন ও দুনীর্তির অভিযোগে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের নিকাড়ীঘাটা গ্রাম পঞ্চায়েতের দুমকী গ্রামে।গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-১ ও ২, তালদি,নিকাড়ীঘাটা,গোপালপুর,দাঁড়িয়া,ইটখোলা,হাটপুকুরিয়া, দিঘীরপাড়,বাঁশড়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রামগুলিতে ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল।এমনকি মাতলা নদীর বাঁধ ভেঙে নোনা জল ঢুকে ক্ষয়ক্ষতি হয় চাষের জমি, পুকুরের মাছ।

কিন্তু মাতলা-১ ও ২ নিকাড়ীঘাটা,তালদি সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গুলির প্রধান, উপ-প্রধান,পঞ্চায়েত সদস্য, শাসক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে আমফান, ১০০ দিনের কাজ নিয়ে স্বজন পোষন ও দুনীর্তির অভিযোগে ওঠে।এরই প্রতিবাদে গ্রামবাসীরা কখনও ক্যানিং-১ বিডিও অফিস ঘেরাও করছে আবার কখনও গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সদস্যদের বাড়ি ঘেরাও করছে গ্রামবাসীরা।


এদিন সকাল ৯ টায় নিকাড়ীঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদারের বাড়ি ঘেরাও করে কয়েকশো গ্রামবাসী আমফানের ও ১০০ দিনের কাজে স্বজন পোষন ও দুনীর্তির অভিযোগে।পাশাপাশি আমফানে কাটমানি নিয়েও অভিযোগতোলে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।পুলিশ যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে গ্রামবাসীরা ফিরে যায়।এদিক পলাতক পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদার।

Post a Comment

0 Comments