নিজেদের অর্থে বৃক্ষ রোপণ করলেন মাতলা বৃক্ষ বন্দনা এস এইচ জি গ্রুপের সদস্যারা
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিজেদের অর্থে অরণ্য সপ্তাহে মাতলা নদীর পাড়ে পায় ৩ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করলেন ক্যানিং-১ ব্লকের মাতলা বৃক্ষ বন্দনা এস এইচ জি গ্রুপের প্রমিলা বাহিনীরা।২০১৮ সালের ৮ আগস্ট থেকে মাতলা বৃক্ষ বন্দনা এস এইচ জি গ্রুপের প্রমিলা বাহিনীরা বিভিন্ন প্রজাতির ফল,ফুল,কাঠ জাতীয় প্রায় ৫ হাজার চার গাছ রোপণ করে ক্যানিং মাতলা নদীর পাড়,ক্যানিং এস ডি ও রোড,এস ভি ও অফিসের পূর্ব দিক,হাড়িঘাট থেকে ফরেস্ট পর্যন্ত সহ বিভিন্ন এলাকায় বনসৃজন গড়ে তোলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে।কিন্তু গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে বহু গাছ নষ্ট হয়ে যায়।আর সেই স্থানে আবার নতুন করে গাছ রোপণের কাজ শুরু করে মাতলা বৃক্ষ বন্দনা এস এইচ জি গ্রুপের প্রমিলা বাহিনীরা।তবে স্বনির্ভর গোষ্ঠীর প্রত্যেক সদস্যরা অভিযান করে বলেন বিভাগীয় দফতর গুলিতে লিখিত অভিযোগ জানিয়ে এখনও পর্যন্ত বৃক্ষ পাট্রা দেয়নি।এমনকি গোষ্ঠীর সকল সদস্যের জব কার্ড আছে।১০০ দিনের কাজের জন্য বার বার বলে কিছুই হয়নি।তাই পরিবেশ সচেতনে ও সবুজ রক্ষার্থে নিজেদের অর্থে এই বৃক্ষ রোপণের কাজ করা হচ্ছে।
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিজেদের অর্থে অরণ্য সপ্তাহে মাতলা নদীর পাড়ে পায় ৩ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করলেন ক্যানিং-১ ব্লকের মাতলা বৃক্ষ বন্দনা এস এইচ জি গ্রুপের প্রমিলা বাহিনীরা।২০১৮ সালের ৮ আগস্ট থেকে মাতলা বৃক্ষ বন্দনা এস এইচ জি গ্রুপের প্রমিলা বাহিনীরা বিভিন্ন প্রজাতির ফল,ফুল,কাঠ জাতীয় প্রায় ৫ হাজার চার গাছ রোপণ করে ক্যানিং মাতলা নদীর পাড়,ক্যানিং এস ডি ও রোড,এস ভি ও অফিসের পূর্ব দিক,হাড়িঘাট থেকে ফরেস্ট পর্যন্ত সহ বিভিন্ন এলাকায় বনসৃজন গড়ে তোলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে।কিন্তু গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে বহু গাছ নষ্ট হয়ে যায়।আর সেই স্থানে আবার নতুন করে গাছ রোপণের কাজ শুরু করে মাতলা বৃক্ষ বন্দনা এস এইচ জি গ্রুপের প্রমিলা বাহিনীরা।তবে স্বনির্ভর গোষ্ঠীর প্রত্যেক সদস্যরা অভিযান করে বলেন বিভাগীয় দফতর গুলিতে লিখিত অভিযোগ জানিয়ে এখনও পর্যন্ত বৃক্ষ পাট্রা দেয়নি।এমনকি গোষ্ঠীর সকল সদস্যের জব কার্ড আছে।১০০ দিনের কাজের জন্য বার বার বলে কিছুই হয়নি।তাই পরিবেশ সচেতনে ও সবুজ রক্ষার্থে নিজেদের অর্থে এই বৃক্ষ রোপণের কাজ করা হচ্ছে।
0 Comments
Welcome