Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বনমহোৎসবে দিবসে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে ৫ কোটি ম্যানগ্রোভ রোপন কর্মসুচি শুরু হল

বনমহোৎসবে দিবসে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে ৫ কোটি ম্যানগ্রোভ রোপন কর্মসুচি শুরু হল

নিজস্ব প্রতিনিধি |ক্যানিং -বনমহোৎসবে দিবসে সুন্দরবনের ব্যাঘ্রপ্রকল্পের অধীনে শুরু হল ৫ কোটি ম্যানগ্রোভ রোপন কর্মসুচি।মুখ্যমন্ত্রীর ইচ্ছাপূরণ করতে সুন্দরবনে চালু হয়ে গেল ৫ কোটি ম্যানগ্রোভ রোপন' প্রকল্প। নির্দেশ আসার পরই মঙ্গলবার বনমহোৎসবের দিন থেকে শুরু হয়েছে চারাগাছ ও বীজ রোপন।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে এদিন গোসাবা ব্লকের দুলকি এলাকায় পঁচিশ হাজার বিভিন্ন প্রজাতির গাছের বীজ রোপন করা হয়।  চলতি আর্থিক বছরে সমগ্র সুন্দরবনে নদীর চরে ৫ কোটি ম্যানগ্রোভ চারা গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার।

২০ মে 'আমফান' ঝড়ে সুন্দরবনের প্রচুর ক্ষতি হয়েছে। নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছে। বাস্তবে দেখা গিয়েছে, যেসব জায়গায় ম্যানগ্রোভ গাছ ছিল সেইসব জায়গায় ক্ষতি কম হয়েছে। এরআগে 'বুলবুল' ঝড়ও ম্যানগ্রোভ অধ্যুষিত এলাকা বেশি ক্ষতি করতে পারেনি। সবদিক বিবেচনা করে সুন্দরবন-জুড়ে 'ম্যানগ্রোভ রোপন কর্মসূচি' নিয়েছে রাজ্য সরকার। সেই উদ্দ্যেশ্য কার্যকর করতে সুন্দরবন ব্যাঘ্রপ্রকল্প সুন্দরবনের বিভিন্ন এলাকায় এমন কর্মসুচি গ্রহণ করেছে।
মঙ্গলবার বনমহোৎসব দিবসে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে পাঁচ কোটি বৃক্ষ রোপণ কর্মসুচির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ক্ষেত্র অধিকর্তা সুধীর চন্দ্র দাস,সহ ক্ষেত্র অধিকর্তা দীপক এম,উপক্ষেত্র অধিকর্তা অনিন্দ্য গুহঠাকুরতা,সৌমেন মন্ডল,গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি অচিন পাইক,সহ সভাপতি কৈলাশ বিশ্বাস, সহ অন্যান্য আধিকারীকগণ।

Post a Comment

0 Comments