সাত দিনের জন্য বন্ধ হল ক্যানিং সবজি মার্কেট
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের ক্যানিং সুইমিং পোল সংলগ্ন এলাকায় জেলার বৃহত্তম ক্যানিং সবজি মার্কেট।এই সবজি মার্কেট কয়েকশো সবজি দোকান আছে।পাশাপাশি প্রায় এক হাজারের বেশি সবজি চাষী সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে সবজি নিয়ে এসে এই মার্কেটের রাস্তার বসে সবজি বিক্রি করে।এদিকে সুন্দরবনের ক্যানিং মহকুমা দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।বাড়ছে মৃত্যুরও সংখ্যা।তাই সমস্ত সবজি ব্যবসায়ীরা বসে সিধান্ত নেয় সাত দিনের জন্য এই মার্কেট বন্ধ রাখবে।
ফলে ১৬ জুলাই থেকে ২২ জুলাই বন্ধ থাকছে ক্যানিং সবজি মার্কেট।ক্যানিং সবজি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিকাশ মজুমদার বলেন প্রশাসনের বিভিন্ন দফতরে আধিকারিক ও সবজি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে করোনা ভাইরাস রোধে সাত দিনের জন্য ক্যানিং সবজি বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পাশাপাশি সাধারণ মানুষজনকে সচেতন করে তোলা হচ্ছে স্বাস্থ্য বিষয়ে।এমনকি সমস্ত ব্যবসায়ী মুখে মাক্স পড়ে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে ও হাতে সাবান বা স্যানিটাইজার করে সে বিষয়েও সচেতন করে তোলা হচ্ছে।১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ক্যানিং সবজি মার্কেট বন্ধ থাকবে।এরপর সমস্ত সবজি ব্যবসায়ীরা বসে সিধান্ত নেওয়া হবে কি করা হবে।
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের ক্যানিং সুইমিং পোল সংলগ্ন এলাকায় জেলার বৃহত্তম ক্যানিং সবজি মার্কেট।এই সবজি মার্কেট কয়েকশো সবজি দোকান আছে।পাশাপাশি প্রায় এক হাজারের বেশি সবজি চাষী সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে সবজি নিয়ে এসে এই মার্কেটের রাস্তার বসে সবজি বিক্রি করে।এদিকে সুন্দরবনের ক্যানিং মহকুমা দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।বাড়ছে মৃত্যুরও সংখ্যা।তাই সমস্ত সবজি ব্যবসায়ীরা বসে সিধান্ত নেয় সাত দিনের জন্য এই মার্কেট বন্ধ রাখবে।
ফলে ১৬ জুলাই থেকে ২২ জুলাই বন্ধ থাকছে ক্যানিং সবজি মার্কেট।ক্যানিং সবজি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিকাশ মজুমদার বলেন প্রশাসনের বিভিন্ন দফতরে আধিকারিক ও সবজি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে করোনা ভাইরাস রোধে সাত দিনের জন্য ক্যানিং সবজি বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পাশাপাশি সাধারণ মানুষজনকে সচেতন করে তোলা হচ্ছে স্বাস্থ্য বিষয়ে।এমনকি সমস্ত ব্যবসায়ী মুখে মাক্স পড়ে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে ও হাতে সাবান বা স্যানিটাইজার করে সে বিষয়েও সচেতন করে তোলা হচ্ছে।১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ক্যানিং সবজি মার্কেট বন্ধ থাকবে।এরপর সমস্ত সবজি ব্যবসায়ীরা বসে সিধান্ত নেওয়া হবে কি করা হবে।
0 Comments
Welcome