Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিং জুড়ে শুরু অরণ্য সপ্তাহ পালন

ক্যানিং জুড়ে শুরু অরণ্য সপ্তাহ পালন

 নুরসেলিম লস্কর |  আসুন সকলে মিলে গাছ লাগাই। এই বার্তা কে সামনে রেখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং শহরের সুনাম ধন্য সংগঠন ' ক্যানিং যুব সমাজ ' এর উদ্যোগে ক্যানিং জুড়ে চলছে অরণ্য সপ্তাহপালন। গত দু মাস আগে রাজ্যে তান্ডব চালিয়েছে সুপার সাইক্লোন আমফান তার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবন। অসংখ্য ঘর বাড়ির সাথে ব্যাপক ক্ষতি হয় গাছ পালার, তার সঙ্গে দিনের পর দিন যে ভাবে তাপমাত্রা বৃদ্ধি, খরা সহ নানা প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হচ্ছে পৃথিবীকে। তার ফলে ভারসাম্য নষ্ট হচ্ছে পৃথিবীর। আর গাছ ছাড়া প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। সেই কারণে প্রচুর পরিমানে গাছ লাগানো ও গাছকে রক্ষা করতে হবে।
      সেই উদ্দেশ্যে বুধবার সকাল থেকে ক্যানিং শহরের সঞ্জয়পল্লি, মিঠাখালি, রাজার লাট পাড়া সহ বিভিন্ন এলাকায় রাস্তা, ক্লাব, স্কুলের আসে পাশে জুড়ে প্রায় চল্লিশ প্রজাতির পাঁচশো গাছ লাগায় ঐ সংগঠনের সদস্যরা এবং এই অরণ্য সপ্তাহের মধ্যে আরও দশ হাজার গাছ লাগানো হবে বলে জানাই তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং যুব সমাজের সম্পাদক শুভ্র হালদার, কৃষ্ণেন্দু প্রধান সহ বিশিষ্ট সমাজসেবী ফারুক সরদার এবং এলাকার আরও বিশিষ্ট জনেরা।

Post a Comment

0 Comments