আগামী কাল মাধ্যমিক পরীক্ষার ফল
নিজস্ব প্রতিনিধি ,ক্যানিং -আগামী কাল বুধবার প্রকাশিত হবে পশ্চিবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যামিক পরীক্ষার ফলাফল।এদিন সকাল সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। তবে করোনা আবহে আগামী কালই মার্কশিট হাতে পাবে না ছাত্রছাত্রীরা, মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। স্কুলগুলি স্যানিটাইজেশনের পর ছাত্রছাত্রীদের কিংবা অভিভাবকদের হাতে মাধ্যমিক পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হবে।মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের জানাগেছে ২২ -২৩ জুলাই নাগাদ অভিভাবকদের ডাকা হবে পরীক্ষার ফলাফল সংগ্রহের জন্য।
বুধবার সকাললে বোর্ড সভাপতি ভার্চুয়াল প্রেস কনফারেন্স করবেন।সাড়ে দশটা থেকে ছাত্রছাত্রীরা বিষয়ভিত্তিক নম্বর জানতে পারবে। অভিভাবকরা সম্ভবত ২২-২৩ জুলাই রেজিস্ট্রেশান-অ্যাডমিট নিয়ে গিয়ে রেজাল্ট আনতে পারবেন।
পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন “কোভিড -১৯ পরিস্থিতিতে যাতে অভিভাবকরা অতিরিক্ত ভিড় না জমান সে বিষয়টি মাথায় রেখে, ধাপে ধাপে অভিভাবকদের ডাকা হবে।
কিন্তু কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে যে সমস্ত স্কুলগুলিতে সেখানে কী করে রেজাল্ট দেওয়া হবে? আগামিকালই সে বিষয়ে গাইডলাইন দেবেন পর্ষদ সভাপতি। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার গাইডলাইনও আগামিকাল দিয়ে দেওয়া হবে। কতজন করে শিক্ষক কে স্কুলে লাগবে রেজাল্ট বিলি করতে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট স্কুলগুলিই। উল্লেখ্য, এ বছর ১০ লক্ষ ১৬ হাজার পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছিল।
নিজস্ব প্রতিনিধি ,ক্যানিং -আগামী কাল বুধবার প্রকাশিত হবে পশ্চিবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যামিক পরীক্ষার ফলাফল।এদিন সকাল সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। তবে করোনা আবহে আগামী কালই মার্কশিট হাতে পাবে না ছাত্রছাত্রীরা, মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। স্কুলগুলি স্যানিটাইজেশনের পর ছাত্রছাত্রীদের কিংবা অভিভাবকদের হাতে মাধ্যমিক পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হবে।মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের জানাগেছে ২২ -২৩ জুলাই নাগাদ অভিভাবকদের ডাকা হবে পরীক্ষার ফলাফল সংগ্রহের জন্য।
বুধবার সকাললে বোর্ড সভাপতি ভার্চুয়াল প্রেস কনফারেন্স করবেন।সাড়ে দশটা থেকে ছাত্রছাত্রীরা বিষয়ভিত্তিক নম্বর জানতে পারবে। অভিভাবকরা সম্ভবত ২২-২৩ জুলাই রেজিস্ট্রেশান-অ্যাডমিট নিয়ে গিয়ে রেজাল্ট আনতে পারবেন।
পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন “কোভিড -১৯ পরিস্থিতিতে যাতে অভিভাবকরা অতিরিক্ত ভিড় না জমান সে বিষয়টি মাথায় রেখে, ধাপে ধাপে অভিভাবকদের ডাকা হবে।
কিন্তু কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে যে সমস্ত স্কুলগুলিতে সেখানে কী করে রেজাল্ট দেওয়া হবে? আগামিকালই সে বিষয়ে গাইডলাইন দেবেন পর্ষদ সভাপতি। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার গাইডলাইনও আগামিকাল দিয়ে দেওয়া হবে। কতজন করে শিক্ষক কে স্কুলে লাগবে রেজাল্ট বিলি করতে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট স্কুলগুলিই। উল্লেখ্য, এ বছর ১০ লক্ষ ১৬ হাজার পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছিল।
0 Comments
Welcome