সোনাখালি থেকে উদ্ধার বিশাল আকৃতির বিষাক্ত চন্দ্রবোড়া সাপ
নিজস্ব প্রতিনিধি | বাসন্তী|চন্দ্রবোড়া সাপের সাধারণত ৪২ মিলিগ্রাম বিষেই মানুষ মারা যায়।স্থালবাসী বিষধর সাপের মধ্যে কেউটে,গোখরো, শঙ্খচূড়,কালাজ,শাঁখামুটি,চন্দ্রবোড়া।সারা পৃথিবীতে কমবেশি ৩ হাজার প্রজাতির সাপ আছে।এদের মধ্যে শতকরা ৯ ভাগ সাপের বিষ আছে।তবে এ রাজ্য প্রধান প্রধান সাপের প্রজাতির সংখ্যা ২৫ টি।যার মধ্যে স্থলে বিষধর সাপের সংখ্যা ৬ টি।চন্দ্রবোড়া সাধারণ ২ থেকে ৩ ফুট লম্বা হয়।এই সাপের ফোঁসানি জোরালো আর একটানা।সাপটি উইয়ের ঢিবি,ছোট ছোট ঝোপে বেশি দেখা যায়।
তেমনি শনিবার সকাল সাড়ে ৮ টায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার সোনাখালি পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় রাস্তার ধারে একটি প্রায় ৩ ফুট লম্বা বিশাল আকৃতির চন্দ্রবোড়া সাপের ফোঁস ফোঁস শব্দ শুনতে পায় স্থানীয় বেশ কিছু মানুষজন।তারা দেখতে পায় রাস্তার ধারে পাথরের উপর একটি চন্দ্রবোড়া সাপ ফোঁস ফোঁস করছে।আর এই দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে।চিৎকার চেঁচামেচি শুনে কর্তব্যরত বাসন্তী বিডিও অফিসের জনস্বাস্থ্য দফতরের কর্মী আব্দুল্লাহ আলি সেখ এগিয়ে আসে।তিনি সেই সময় লকডাউনে ডিউটি করছিলেন।গাড়ি থেকে নেমে আব্দুল্লাহ আলি সেখ সাহসের সাথে গ্যাস পাইবার লাঠি দিয়ে চন্দ্রবোড়া সাপটিকে একটি বস্তার মধ্যে বন্দি করে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাপ বিশেষজ্ঞ তথা সমাজসেবক ফারুক আহমেদ সরদার।
তিনি মাতলা রেঞ্জে বন দফতরের খবর দেয়।লকডাউনের কারনে বন কর্মীরা ঘটনাস্থলে আসতে পারেনি।ফলে বাসন্তীর বিডিও সৌগত সাহা সরকারি গাড়ি ঠিক করে দিলে সমাজসেবক ফারুক আহমেদ সরদার ও বিডিও স্টাফ আব্দুল্লাহ আলি সেখ বিষাক্ত চন্দ্রবোড়া সাপটি নিয়ে ক্যানিং মাতলা রেঞ্জ অফিসে গিয়ে তুলে দেয় মাতলা রেঞ্জ বন কর্মীদের কাছে।বর্তমানে সাপটি সুস্থ আছে।বন দফতর জানান একটি প্রায় ৩ ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার হয়েছে।সাপটি সুস্থ আছে।
নিজস্ব প্রতিনিধি | বাসন্তী|চন্দ্রবোড়া সাপের সাধারণত ৪২ মিলিগ্রাম বিষেই মানুষ মারা যায়।স্থালবাসী বিষধর সাপের মধ্যে কেউটে,গোখরো, শঙ্খচূড়,কালাজ,শাঁখামুটি,চন্দ্রবোড়া।সারা পৃথিবীতে কমবেশি ৩ হাজার প্রজাতির সাপ আছে।এদের মধ্যে শতকরা ৯ ভাগ সাপের বিষ আছে।তবে এ রাজ্য প্রধান প্রধান সাপের প্রজাতির সংখ্যা ২৫ টি।যার মধ্যে স্থলে বিষধর সাপের সংখ্যা ৬ টি।চন্দ্রবোড়া সাধারণ ২ থেকে ৩ ফুট লম্বা হয়।এই সাপের ফোঁসানি জোরালো আর একটানা।সাপটি উইয়ের ঢিবি,ছোট ছোট ঝোপে বেশি দেখা যায়।
তেমনি শনিবার সকাল সাড়ে ৮ টায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার সোনাখালি পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় রাস্তার ধারে একটি প্রায় ৩ ফুট লম্বা বিশাল আকৃতির চন্দ্রবোড়া সাপের ফোঁস ফোঁস শব্দ শুনতে পায় স্থানীয় বেশ কিছু মানুষজন।তারা দেখতে পায় রাস্তার ধারে পাথরের উপর একটি চন্দ্রবোড়া সাপ ফোঁস ফোঁস করছে।আর এই দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে।চিৎকার চেঁচামেচি শুনে কর্তব্যরত বাসন্তী বিডিও অফিসের জনস্বাস্থ্য দফতরের কর্মী আব্দুল্লাহ আলি সেখ এগিয়ে আসে।তিনি সেই সময় লকডাউনে ডিউটি করছিলেন।গাড়ি থেকে নেমে আব্দুল্লাহ আলি সেখ সাহসের সাথে গ্যাস পাইবার লাঠি দিয়ে চন্দ্রবোড়া সাপটিকে একটি বস্তার মধ্যে বন্দি করে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাপ বিশেষজ্ঞ তথা সমাজসেবক ফারুক আহমেদ সরদার।
তিনি মাতলা রেঞ্জে বন দফতরের খবর দেয়।লকডাউনের কারনে বন কর্মীরা ঘটনাস্থলে আসতে পারেনি।ফলে বাসন্তীর বিডিও সৌগত সাহা সরকারি গাড়ি ঠিক করে দিলে সমাজসেবক ফারুক আহমেদ সরদার ও বিডিও স্টাফ আব্দুল্লাহ আলি সেখ বিষাক্ত চন্দ্রবোড়া সাপটি নিয়ে ক্যানিং মাতলা রেঞ্জ অফিসে গিয়ে তুলে দেয় মাতলা রেঞ্জ বন কর্মীদের কাছে।বর্তমানে সাপটি সুস্থ আছে।বন দফতর জানান একটি প্রায় ৩ ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার হয়েছে।সাপটি সুস্থ আছে।
0 Comments
Welcome