Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

কাকদ্বীপে ২১ জুলাই শহীদ দিবস

কাকদ্বীপে ২১ জুলাই শহীদ দিবস


নিজস্ব প্রতিনিধি |  ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের স্মরণ করে শহীদ বেদীতে মাল্যদান এর মধ্য দিয়ে মঙ্গলবার দুপুরে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন কাকদ্বীপ কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা সহ  অন্যান্য তৃণমূল নেতৃত্ব বর্গ।এদিন মন্ত্রী মন্টুরাম পাখিরা ২১ জুলাই শহীদ দিবস স্মরণে বিষয়ে বিস্তারিত ভাবে আলোকপাত করেন।এই দিন সকাল থেকেই কাকদ্বীপ মহকুমা বিভিন্ন অঞ্চলে  নিয়ম করে পালিত হয় শহীদ দিবস এর অনুষ্ঠান।
শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করছে বিধায়ক শ্যামল মন্ডল,ক্যানিং-১ ব্লক তৃণমূলের সভাপতি শৈবাল লাহিড়ী।

পাশাপাশি ক্যানিং পশ্চিম কেন্দ্রর বিধায়ক কেন্দ্রে বিভিন্ন অঞ্চলে স্থানীয় বিধায়ক শ্যামল মন্ডল,জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তথা ক্যানিং-১ ব্লক সভাপতি শৈবাল লাহিড়ী,সহ সভাপতি অর্নব রায়,অঞ্চল সভাপতি অশোক পাত্র,মাতলা-১ পঞ্চায়েত সদস্য শম্ভু সাহা সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি স্মরণ করে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে।
শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করছে ক্যানিং-১ ব্লক যুব তৃণমূলের সভাপতি পরেশরাম দাস, পঞ্চায়েত সদস্য বিকাশ মজুমদার।


এদিকে এদিন ক্যানিং-১ যুব তৃণমূলের সভাপতি পরেশরাম,মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাস, পঞ্চায়েত সদস্য তথা ক্যানিং সবজি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিকাশ মজুমদার সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ববর্গ যথাযথ ভাবে ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি স্মরণ করে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে।

Post a Comment

0 Comments