বন্ধ থাকবে ঘুটিয়ারি শরিফ উরুশ মেলা
কাকলি পাল|দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের ঘুটিয়ারি শরিফের গাজী বাবার মাজার আগামী ২ আগস্ট ও ৩ আগস্ট পবিত্র উরুশ মেলার যাবতীয় অনুষ্ঠান বন্ধ রাখার আবেদন জানান বারুইপুর জেলা পুলিশ।বর্তমানে ক্যানিং রেড জোন।দিনের পর দিন ক্যানিং মহকুমা করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।ফলে বিভিন্ন এলাকায় চলছে লকডাউন।
এদিকে বৃহস্পতিবার বারুইপুর পুলিশ জেলা তথা ঘুটিয়ারি শরিফ পুলিস ফাঁড়ির পক্ষ থেকে জানান যে বর্তমানে করোনা ভাইরাস বাহিত রোগের কারণে কোনো রকম জনসমাবেশ সকলের বিপদ ডেকে আনতে পারে।তাই আগামি ১৭ শ্রাবণ অর্থাৎ ২ অগস্ট রবিবার ও ৩ আগস্ট সোমবার ঘুটিয়ারি শরিফের পবিত্র উরুশ মেলার যাবতীয় অনুষ্ঠান বন্ধ থাকবে। অযথা উক্ত দিনে ঘরের বাইরে বেরবেন না অথবা মাজার সংলগ্ন এলাকায় কোনো রকম জমায়েত করবেন না অন্যথা আপনার বিরুদ্ধে আইনাননূহ ব্যবস্থা নেওয়া হবে । মাজার সংলগ্ন সমস্ত দোকানপাটও বন্ধ থাকবে।আদেশ অমান্যে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হতে পারে।প্রতিবছর এই দিনে এই মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
কিন্তু করোনা ভাইরাস মহামারী কারণে বন্ধ থাকছে ঘুটিয়ারি শরীফের পবিত্র উরুশ মেলা।বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন ঘুটিয়ারি শরিফ মেলা কমিটির সঙ্গে আলোচনা করেই আগামী ২ আগস্ট রবিবার ও সোমবার পবিত্র উরুশ মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যেহেতু করোনা ভাইরাস বাহিত রোগের কারণ এই সিদ্ধান্ত নেওয়া হয় আলোচনার মাধ্যমে।ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল বলেন দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে ক্যানিং মহকুমা জুড়ে।তাই গাজীবাবা মেলা কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় এ বছর ঘুটিয়ারি শরিফের উরুশ মেলা বন্ধ থাকছে ১৭ শ্রাবণ উপলক্ষে।
কাকলি পাল|দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের ঘুটিয়ারি শরিফের গাজী বাবার মাজার আগামী ২ আগস্ট ও ৩ আগস্ট পবিত্র উরুশ মেলার যাবতীয় অনুষ্ঠান বন্ধ রাখার আবেদন জানান বারুইপুর জেলা পুলিশ।বর্তমানে ক্যানিং রেড জোন।দিনের পর দিন ক্যানিং মহকুমা করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।ফলে বিভিন্ন এলাকায় চলছে লকডাউন।
এদিকে বৃহস্পতিবার বারুইপুর পুলিশ জেলা তথা ঘুটিয়ারি শরিফ পুলিস ফাঁড়ির পক্ষ থেকে জানান যে বর্তমানে করোনা ভাইরাস বাহিত রোগের কারণে কোনো রকম জনসমাবেশ সকলের বিপদ ডেকে আনতে পারে।তাই আগামি ১৭ শ্রাবণ অর্থাৎ ২ অগস্ট রবিবার ও ৩ আগস্ট সোমবার ঘুটিয়ারি শরিফের পবিত্র উরুশ মেলার যাবতীয় অনুষ্ঠান বন্ধ থাকবে। অযথা উক্ত দিনে ঘরের বাইরে বেরবেন না অথবা মাজার সংলগ্ন এলাকায় কোনো রকম জমায়েত করবেন না অন্যথা আপনার বিরুদ্ধে আইনাননূহ ব্যবস্থা নেওয়া হবে । মাজার সংলগ্ন সমস্ত দোকানপাটও বন্ধ থাকবে।আদেশ অমান্যে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হতে পারে।প্রতিবছর এই দিনে এই মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
সেলিম দেয়ান সভাপতি গাজীবাবা মেলা কমিটি
কিন্তু করোনা ভাইরাস মহামারী কারণে বন্ধ থাকছে ঘুটিয়ারি শরীফের পবিত্র উরুশ মেলা।বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন ঘুটিয়ারি শরিফ মেলা কমিটির সঙ্গে আলোচনা করেই আগামী ২ আগস্ট রবিবার ও সোমবার পবিত্র উরুশ মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যেহেতু করোনা ভাইরাস বাহিত রোগের কারণ এই সিদ্ধান্ত নেওয়া হয় আলোচনার মাধ্যমে।ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল বলেন দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে ক্যানিং মহকুমা জুড়ে।তাই গাজীবাবা মেলা কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় এ বছর ঘুটিয়ারি শরিফের উরুশ মেলা বন্ধ থাকছে ১৭ শ্রাবণ উপলক্ষে।
0 Comments
Welcome