Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

চন্দনপিড়িতে পালিত হল কারগিল বিজয় দিবস

চন্দনপিড়িতে পালিত হল কারগিল বিজয় দিবস

নিজস্ব প্রতিনিধি  ,ক্যানিং - দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত সুন্দরবনের নামখানা ব্লকের উত্তর চন্দনপিড়িতে উদযাপিত হল কার্গিল বিজয় দিবস।রবিবার এই কার্গিল বিজয় দিবসের আয়োজন করেন স্থানীয় শুভদায়িনী সেবা সংঘ।
জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জোলন এবং শঙ্খ ধ্বনি দিয়ে কারগিল বিজয় দিবসের সূচনা করেন শুভদায়িনী সেবা সংঘের সদস্য সদস্যারা।
বিগত ১৯৯৯ সালে কার্গিল জেলায় ভারত এবং পাকিস্তানের যে লড়াই চলেছিল, সেই লড়াইয়ে দেশের সৈনিকরা দেশমাতৃকা রক্ষার জন্য প্রাণ বলিদান দিয়েছিলেন।১৯৯৯ সালে ৩ মে থেকে ২৫ জুলাই পর্যন্ত এই লড়াই চলেছিল।শেষ পর্যন্ত আমাদেরই দেশ জয়লাভ করে।সেই থেকেই ২৬শে জুলাই দিনটি কারগিল বিজয় দিবস হিসেবে সারাদেশে উদযাপন হয়ে আসছে।
দেশের সর্বত্র কার্গিল দিবস পালিত হলেও সুন্দরবনের প্রত্যন্ত নামখানা ব্লকে এই প্রথম কারগিল বিজয় দিবস উদযাপন হয়। প্রাক্তন সেনা অফিসার অভিজিৎ মাইতি’র একক প্রচেষ্টায় এবং শুভদায়িনী সেবা সংঘের উদ্যোগে সকল ব্যক্তি মাস্ক পরিহিত অবস্থায় সামাজিক দুরত্ব বজায়  রেখে কার্গিল বিজয় দিবস অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনা অফিসার তথা শুভদায়িনী সেবা সংঘের সভাপতি অভিজিৎ মাইতি, প্রাক্তন সেনা অফিসার পুলিন বিহারী গায়েন, আশীষ প্রধান এবং কর্মরত সেনা অফিসার সৌমেন মন্ডল, শুভেন্দু বেরা, সৌমিত্র জানা, বিমল তিওয়ারি, নন্দন বেরা,  গৌরাঙ্গ প্রধান,বিজয় দাস, শিক্ষক প্রবীর পাল, সমাজসেবক মনোতোষ বর্মন, বিশিষ্ট সাংবাদিক তাপস পাল, সঞ্জয় মান্না, অক্ষয় মাইতি, সঞ্চিতা মাইতি, সঞ্জয় কর সহ দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ আয়ুর্বেদ সোসাইটির সদস্য শোভন মন্ডল, গৌতম মাইতি,পলাশ প্রামাণিক প্রমুখ ব্যক্তিবর্গ।
কার্গিল বিজয় দিবস সম্পর্কে বর্তমান প্রজন্মের কাছে সেনা অফিসাররা বক্তব্য রাখেন।দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে কার্গিল বিজয় দিবস অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Post a Comment

0 Comments