Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করবে,প্রধান উত্তম দাস

ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করবে,প্রধান উত্তম দাস

 নিজস্ব প্রতিনিধি |  ক্যানিং|পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার  ক্যানিং পশ্চিম  কেন্দ্রের গোলকুঠি নিউ বাস   ট্রার্মিন্যাল এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন হয় মাতলা-২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে।এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মাতলা-১ ও ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘোড়ুই,উত্তম দাস,পঞ্চায়েত সদস্য বিকাশ মজুমদার,অহল্যা কয়াল,তৃণমূলের নেতা অশোক মজুমদার প্রমূখ।এদিনের প্রতিবাদ সভায় মাতলা-২ প্রধান উত্তম দাস বলেন স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মেনে এই প্রতিবাদ সভা হচ্ছে।


জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের ডাকে অপদার্থ কেন্দ্র সরকারের প্রতি ভারতীয় রেল বেসরকারি করণ, পেট্রোপণ্য, রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই প্রতিবাদ সভা।পাশাপাশি তিনি আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন আমফান নিয়ে যারা দুনীর্তি করবে তাদের বিরুদ্ধে  যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার জন্য।আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করবে।সিপিএম কংগ্রেস বিজেপি এখানে সাইনবোর্ডে পরিণত হয়েছে।

Post a Comment

0 Comments