Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ডায়মন্ডহারবারে ৯৯ বছরের করোনা জয়ী বৃদ্ধকে সম্বর্ধনা

ডায়মন্ডহারবারে ৯৯ বছরের করোনা জয়ী বৃদ্ধকে সম্বর্ধনা


ডায়মন্ডহারবার|বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৯৯ বছরের বৃদ্ধ করোনা জয়ী শ্রীপতি ন্যায়বানকে সম্বর্ধনা দেয় ডায়মন্ডহারবার মহকুমা শাসক সুকান্ত সাহা, ডায়মন্ডহারবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ রায়, এসডিপিও শান্তনু সেন প্রমূখ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডায়মন্ডহারবারে ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৯৯ বছরের বৃদ্ধ শ্রীপতি ন্যায়বানের ষষ্ঠ তম সন্তান অলোককান্ত ন্যায়বানের প্রথম রিপোর্টে করোনা পজিটিভ আসে।তাকে গত ১৫ জুন কলকাতা মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।এরপর তার স্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষা করা হয়।গত ২২ জুন স্বাস্থ্য কর্মীরা পরিবারের সকল সদস্যের করোন পরীক্ষা করায়।পরীক্ষা  ৯৯ বছরের বৃদ্ধ শ্রীপতি ন্যায়বানের রিপোর্টে  করোনা পজিটিভ আসে।গত ২৫ জুন কাঁকুড়গাছি এক বেসরকারি নাসিংহোমে বৃদ্ধ কে ভর্তি করা হয়।চিকিৎসা করার পর সুস্থ হয়ে ১ জুলাই রাতে বাড়ি ফেরে বৃদ্ধ শ্রীপতি ন্যায়বান।এদিন তাকে সম্বর্ধনা দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে।

Post a Comment

0 Comments