Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বাসন্তীর ওসি কে সংবর্ধনা

বাসন্তীর ওসি কে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি |বাসন্তী -চারিদিকে চলছে করোনার দাপট। বাড়ছে সংক্রমণ,বাড়ছে মৃত্যুর সংখ্যাও।মহামারী করোনা ভাইরাস উপেক্ষা করে নিজেদের জীবন বিপন্ন করে জন সাধারণের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন পুলিশ কর্মীরা।প্রত্যন্ত সুন্দরবন এলকার বাসন্তী থানা প্রায় প্রতিনিয়ত রাজনৈতিক হিংসা সংঘর্ষ,মারামারি,গন্ডোগোল লেগেই রয়েছে।সেই উত্তপ্ত পরিস্থিতিতে বাসন্তী থানার নতুন ওসি’র দায়িত্ব ভার গ্রহণ করেন বিশ্বজিৎ ঘোষ।তিনি ১৪ জুন দায়িত্বভার গ্রহণ করার পর থেকে বাসন্তী ব্লকে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং  রাজনৈতিক সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। সাময়িক ভাবে হলেও বর্তমানে বিশ্বজিত ঘোষ উত্তপ্ত বাসন্তী কে ঠান্ডা করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।আর পুলিশের এমন কাজ কে কুর্ণিশ জানিয়ে বুধবার সকালে বাসন্তী থানায় গিয়ে ওসি বিশ্বজিত ঘোষ কে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা ঞ্জাপন করেন সমাজসেবী তথা সুন্দরবনের কবি ফারুক আহমেদ সরদার। সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি ওসি কে নিয়ে লেখা একটি কবিতা তুলেদেন বিশ্বজিৎ ঘোষের হাতে তুলেদেন ফারুক বাবু।আম্ফান,করোনা আর উত্তপ্ত বাসন্তীর মাটিতে এমন উষ্ণ সংবর্ধনা পেয়ে খুশি বাসন্তী থানার নতুন ওসি।

Post a Comment

0 Comments