Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

রেল বেসরকারি করণের প্রতিবাদে ক্যানিং থেকে কাকদ্বীপ জুড়ে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি

রেল বেসরকারি করণের প্রতিবাদে ক্যানিং থেকে কাকদ্বীপ জুড়ে  তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি

ক্যানিং|রবিবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং থেকে কাকদ্বীপ জুড়ে স্টেশন গুলিতে রেল বেসরকারি করণের প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস।এই সমস্ত রেল স্টেশন গুলিতে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় তৃণমূল মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক ও নেতা কর্মীরা।কাকদ্বীপ স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন মন্ত্রী মন্টুরাম পাখিরা,ক্যানিং স্টেশনে ছিলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল।এছাড়া বিভিন্ন স্টেশন গুলিতে বিক্ষোভ কর্মসূচিতে একাধিক বিধায়ক,নেতা কর্মীরা।

ভারতীয় রেল বেসরকারি করণ এবং পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির সহ একাধিক বিষয়ে  প্রতিবাদ মিছিল করেন তৃণমূলের কর্মী সমর্থকরা।রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন ভারতীয় রেল বেসরকারি করণ এবং পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির সহ একাধিক বিষয়ে  প্রতিবাদ মিছিল শুধু জেলা নয় রাজ্য জুড়ে চলছে।কেন্দ্র সরকারের  জন বিরোধি নীতির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল বলেন ভারতের দ্বিতীয় রেল পথ এই ক্যানিং।সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং।আর এই ক্যানিং স্টেশন মডেল স্টেশন ঘোষণা হওয়ার পর আজও তার সার্বিক পরিকাঠামো গড়ে ওঠেনি।দীর্ঘ বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে ক্যানিং ভাঙনখালি নতুন রেল সম্প্রসারণের কাজ।নরেন্দ্র মোদি সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে   ভারতীয় রেল বেসরকারি করণ,পেট্রোপণ্য, রান্নার গ্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ  প্রতিবাদ মিছিল।

Post a Comment

0 Comments