Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বাসন্তীতে বাল্য বিবাহ বন্ধ করল পুলিশ

বাসন্তীতে বাল্য বিবাহ বন্ধ করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি |  বাসন্তী|রবিবার সন্ধ্যায় চাইল্ড লাইন ও পুলিশের যৌথ উদ্যোগে  এক নাবালিকার বিবাহ বন্ধ হল।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া অঞ্চলের ৭ নম্বর করমদিনিবাটি গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৭ নম্বর করমদিনিবাটি গ্রামে বাসিন্দা নাবালিকা সপ্তম শ্রেণীতে পঠন পাঠন করে।তার পরিবারের সদস্যরা একই গ্রামের বাসিন্দা এক যুবকের সঙ্গে বিবাহ ঠিক করে নাবালিকার সঙ্গে।এইদিন নাবালিকার বিবাহ ছিল।যথা সময়ে বরযাত্রীরা বর নিয়ে চলে আসে নাবালিকার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য।বেশ কিছু গ্রামবাসীরা চাইল্ড লাইনে খবর দেয় এই বিষয়ে।খবর পেয়ে ক্যানিং চাইল্ড লাইন এবং বাসন্তী থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে নাবালিকার বিয়ে বন্ধ করে দেয় মুচলেকা নিয়ে।পুলিশ ও চাইল্ড লাইন উভয় পক্ষকে বুঝিয়ে বলে মেয়ের বয়স ১৮ বছর এবং ছেলের বয়স ২১ বছর পূর্ণ হলে তবেই বিয়ে দেওয়া যাবে।বাল্য বিবাহ আইনত অপরাধ।এরপর নাবালিকার পরিবারের সদস্যদের মুচলেকা নিয়ে নাবালিকার বিয়ে বন্ধ করে দেয় পুলিশ।নাবালিকার পরিবারের সদস্যরা নাবালিকাকে পড়াশুনা করানোর প্রতিশ্রুতি দেয়।

Post a Comment

0 Comments