Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের রদবদল

দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের রদবদল  

মন্ত্রী মন্টুরাম পাখিরা।

নিজস্ব প্রতিনিধি |  দক্ষিণ ২৪ পরগনা|বৃহস্পতিবার দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্য সমন্বয় কমিটি ও রাজ্যের সমস্ত জেলাগুলির জেলা কমিটি ঘোষণা করলেন।২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন।আর এই নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস কোমড় বেঁধে নেমে পড়লেন।২০১১ সালে রাজ্যের ৩৪ বছর বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।

রাজ্য সভার সাংসদ শুভাশিস চক্রবর্তী।

২৯৪ টি আসনের মধ্যে জাতীয় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস জোটে আসন পায় ২২৭ টি।তবে তৃণমূল কংগ্রেস একক ভাবে আসন পায় ১৮৪ টি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস একা লড়াই করে।২৯৪ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পায় ২১১ টি আসন।তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বড়সড় ধাক্কা খায় তৃণমূল কংগ্রেস।৪২ টি লোকসভা আসন নির্বাচনে বিজেপি পায় ১৮ টি,তৃণমূল কংগ্রেস ২২ টি কংগ্রেস ২ টি আসন।ফলে চিন্তার ভাঁজ পড়েছে শাসক দলের মধ্যে।

সাংসদ চৌধূরী মোহন জাটুয়া।

আগামী ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন কে সরকার গড়বে তা সময় বলে দেবে।তবে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক লড়াইয়ে এক ইঞ্চি জায়গা কেউ কাউকে ছাড়তে নারাজ।বিরোধী দল গুলিও মরিয়া।ভোট বাক্সে ভোট ভরাতে তারাও বিভিন্ন ইস্যুতে বিভিন্ন পদ্ধতিতে আন্দোলন করছে।কখনও রেশন দুনীর্তি,কখনও আমফান দুনীর্তি,১০০ দিনের কাজে দুনীর্তি সহ বিভিন্ন ইস্যু গুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরছে বিরোধী দল গুলি।তাই কোমড় বেঁধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।টার্গেট ২০২১ সালের বিধানসভা নির্বাচন।এবার ক্ষমতায় এলে হ্যাটট্রিক করবে তৃণমূল কংগ্রেস।এদিকে রাজ্যের ২৯৪ টি আসনের বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য ১৮০ টি আসন।
ক্যানিং-১ ব্লক যুব তৃণমূলের সভাপতি পরেশরাম দাস।

ফলে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালের নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক কে আরও বেশি করে মজবুত করার লক্ষ্য রাজ্য সমন্বয় কমিটি ও জেলা কমিটিতে অনেক রদবদল ঘটালেন।দক্ষিণ ২৪ পরগনার জেলার এআইটিসি জেলা কমিটি চেয়ারম্যান হলেন মথুরাপুর কেন্দ্রের তৃণমূলের সাংসদ চৌধূরী মোহন জাটুয়া,তৃণমূলের জেলা সভাপতি হলেন রাজ্য সভার সাংসদ শুভাশিস চক্রবর্তী।তবে তিনি পুনরায় আবার তৃণমূলের জেলা সভাপতি হলেন তিনি।পাশা পাশি এই জেলার ৩ টি কো- অর্ডিনেটর পদে আনা হল ৩ জনকে।জেলার কো-অর্ডিনেট-১ কাকদ্বীপ কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা, কো- অর্ডিনেটর  -২ বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মন্ডল, কো-অর্ডিনেটর-৩ পদে ক্যানিং-১ ব্লক যুব তৃণমূলের পরেশরাম দাস।

বিষ্ণুপুর কেন্দ্রের বিধায়ক দিলীপ মন্ডল।

জেলার কো- অর্ডিনেটর-৩ পরেশরাম দাসকে যেসব বিধানসভা গুলির সমন্বয়কারি হিসাবে দেওয়া হয়েছে সেগুলি হল ক্যানিং পূর্ব ও পশ্চিম বিধানসভা,সোনারপুর উত্তর ও দক্ষিণ বিধানসভা, বারুইপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা, ভাঙর, জয়নগর, কুলতলি ও মগরাহাট পূর্ব বিধানসভা।এদিকে জেলার কো- অর্ডিনেটর-১ পদে  কাকদ্বীপে বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরাকে যেসব বিধানসভা গুলির সমন্বয়কারি হিসাবে দেওয়া হয়েছে সেগুলি বাসন্তী ও গোসাবা বিধানসভা, রায়দিঘী, কুলপি, পাথর প্রতিমা,মগরাহাট পশ্চিম, মন্দিরবাজার,সাগর,কাকদ্বীপ বিধানসভা গুলি।এদিকে ক্যানিং-১ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পরেশরাম দাস  তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির জেলা কো-অর্ডিনেটর-৩ পদ পাওয়ার পর মাতলা-২ অঞ্চলের কয়েকশো তৃণমূলের কর্মী সমর্থকরা সম্বর্ধনা জানায় পরেশরাম দাসকে।

Post a Comment

0 Comments