Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনে চলবে ওয়াটার বাস !এই দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া

সুন্দরবনে চলবে ওয়াটার বাস !এই দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া

নুরসেলিম লস্কর |দক্ষিণ ২৪ পরগণা |  করোনা আবহাওয়ার মধ্যে রাজ্য পরিবহন দপ্তরের নতুন সংযোগ 'ওয়াটার বাস '। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে গত বৃহস্পতিবার থেকে কলকাতা ও চন্দননগরের মধ্যে শুরু হয়েছে এই ওয়াটার বাস পরিষেবা। এখন সপ্তাহে তিন দিন মিলবে এই পরিষেবা। করোনা পরিস্থিতি চলার ফলে রাজ্য সরকার নিঃশব্দে কোন আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়া এই পরিবহন ব্যবস্থা চালু করে। তবে এই খবর কোন ভাবে চোখ এড়ায়নি সুন্দরবন বাসির। এই খবর পাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যের পরিবহন মন্ত্রী কে উদ্ধত করে চলতে থাকে একাধিক পোস্ট। এই পোস্ট গুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা সুন্দরববাসী তাদের এই পোস্ট গুলোতে একটায় দাবি রাজ্যের পরিবহন ব্যবস্থার নতুন সংযোগ ওয়াটার বাস তা সুন্দরবনে ও চালু করতে হবে। আর দাবির পক্ষেও তারা কিছু যুক্তি ও দেখিয়েছে যেমন প্রাকৃতিক দুর্যোগে রাস্তাঘাট ও বিদ্যুৎ ব্যবস্থা সহ জান চলাচলের প্রায় শোচনীয়  অবস্থা। বিপদাপদে শহরমুখী যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সুন্দরবনের বাসন্তী ও গোসাবা ব্লকের মানুষের। এই ব্যবস্থা চালু হলে যেমন সাধারণ মানুষের উপকার হবে তেমনি পর্যটকদের সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে প্রচুর উপকার হবে। সে কারণে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিবহন দপ্তরের কাছে অনুরোধ ওয়াটার বাস চালু করার জন্য। আর এই পরিষেবার ফলে প্রত্যন্ত দ্বীপ ভূমির শহর মুখী যোগাযোগ ব্যবস্থার উন্নতির হবে।
    তবে এবার দেখার যে বৃহস্পতিবার থেকে চলা সুন্দরবনবাসীর সোশ্যাল মিডিয়ার আবেদনে সাড়া দেন কি না মুখ্যমন্ত্রী ও রাজ্য পরিবহন দপ্তর।

Post a Comment

0 Comments