Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিং-১ ব্লকের মাতলা-১ ও ২, নিকাড়ীঘাটা,তালদি পঞ্চায়েত গুলিতে আমফানে দুনীর্তির অভিযোগে বামফ্রন্টের ডেপুটেশন

ক্যানিং-১ ব্লকের মাতলা-১ ও ২, নিকাড়ীঘাটা,তালদি পঞ্চায়েত গুলিতে আমফানে দুনীর্তির অভিযোগে বামফ্রন্টের ডেপুটেশন


ক্যানিং|মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ বিডিও অফিস ঘেরাও করে ঘূর্ণিঝড় আমফান নিয়ে শাসক দলের নেতা,পঞ্চায়েতের প্রধান উপ-প্রধান পঞ্চায়েত সদস্যের  দুনীর্তির অভিযোগ তুলে কয়েক হাজার সিপিএম, সিআইটিইউ, ডিওয়াইএফআই সহ বামফ্রন্টের বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা।ঘূর্ণিঝড় আমফানের দাপটে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতি পূরণ পায়নি।ক্যানিং-১ ব্লকের মাতলা-১ ও ২,নিকাড়ীঘাটা,তালদি পঞ্চায়েত গুলিতে আমফানে, প্রধান,উপ- প্রধান,পঞ্চায়েত সদস্য,শাসক দলের নেতাদের  বিরুদ্ধে আমফান নিয়ে স্বজন পোষন,দুর্নীতির অভিযোগ তুললো বামপন্থী সংগঠন গুলি।

এমনকি কয়েক ঘন্টা ধরে ক্যানিং-১ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়।দুপুর ২ টায় বামফ্রন্টের বেশ কিছু সদস্য বিডিও নিলাদ্রি শেখর দের কাছে আমফানে শাসক দলের নেতা, প্রধান উপ-প্রধান,পঞ্চায়েত সদস্যদের স্বজন পোষন,দুর্নীতির পূর্ণ তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া,প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে ক্ষতি পূরণ পায়,১০০ দিনের কাজে দুনীর্তি গ্রস্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন তুলে দেয়।তারা অভিযোগ করে বলেন এই সমস্ত দাবি পূরণ না হলে আগামী দিনে পঞ্চায়েত,বিডিও অফিস, এসডিও অফিসের সামনে গন বিক্ষোভ ও বৃহত্তর আন্দোলনে নামে বামফ্রন্টের সমস্ত সংগঠন গুলি।

Post a Comment

0 Comments