ক্যানিং মাতলা নদীর পাড়ে বন মহোৎসবে বৃক্ষ রোপণ করলেন বিধায়ক শ্যামল মন্ডল
কালিদাস দেবনাথ|ক্যানিং| বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা নদীর পাড়ে বন মহোৎসব উপলক্ষে কয়েকশো বিভিন্ন প্রজাতির ফল গাছের চারা রোপণ করলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল,জেলা পরিষদের বিদ্যুৎ কমাধ্যক্ষ শৈবাল লাহিড়ী, ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির পুর্ত কমাধ্যক্ষ শিবু চক্রবর্তী প্রমূখ।পাশাপাশি এদিন কয়েকশো পরিবারের হাতে আম,জাম,লিচু, পেঁয়ারা,সবেদা,সুপারি সহ বিভিন্ন প্রজাতির ফল গাছের চারা তুলে দেন পরিবেশ সচেতন ও সবুজ রক্ষার্থে।
এদিন বিধায়ক শ্যামল মন্ডল ক্যানিং এসডিও রোডে নব নির্মিত মাতলা বৃক্ষ বন্দনা গার্ডেনে যায়।সেখানে মাতলা বৃক্ষ বন্দনা এসএইচজি গ্রুপের মহিলাদের বৃক্ষ রোপণে উৎসাহ দিতে নিজেই বিভিন্ন প্রজাতির ফল গাছের চারা রোপণ করেন।
এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৩ বছর ধরে নিজেদের উদ্যোগে ইতিমধ্যে সাড়ে ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে বনসৃজন গড়ে তুলে নজির গড়ে তুলেছে রাজ্য জুড়ে।বিধায়ক শ্যামল মন্ডল বলেন একটি গাছ একটি প্রাণ।গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে সুন্দরবনের বহু গাছপালা নষ্ট হয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃক্ষ রোপণের কাজ চলছে।আর বেশি করে বৃক্ষ রোপণ করতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে।
কালিদাস দেবনাথ|ক্যানিং| বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা নদীর পাড়ে বন মহোৎসব উপলক্ষে কয়েকশো বিভিন্ন প্রজাতির ফল গাছের চারা রোপণ করলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল,জেলা পরিষদের বিদ্যুৎ কমাধ্যক্ষ শৈবাল লাহিড়ী, ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির পুর্ত কমাধ্যক্ষ শিবু চক্রবর্তী প্রমূখ।পাশাপাশি এদিন কয়েকশো পরিবারের হাতে আম,জাম,লিচু, পেঁয়ারা,সবেদা,সুপারি সহ বিভিন্ন প্রজাতির ফল গাছের চারা তুলে দেন পরিবেশ সচেতন ও সবুজ রক্ষার্থে।
এদিন বিধায়ক শ্যামল মন্ডল ক্যানিং এসডিও রোডে নব নির্মিত মাতলা বৃক্ষ বন্দনা গার্ডেনে যায়।সেখানে মাতলা বৃক্ষ বন্দনা এসএইচজি গ্রুপের মহিলাদের বৃক্ষ রোপণে উৎসাহ দিতে নিজেই বিভিন্ন প্রজাতির ফল গাছের চারা রোপণ করেন।
এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৩ বছর ধরে নিজেদের উদ্যোগে ইতিমধ্যে সাড়ে ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে বনসৃজন গড়ে তুলে নজির গড়ে তুলেছে রাজ্য জুড়ে।বিধায়ক শ্যামল মন্ডল বলেন একটি গাছ একটি প্রাণ।গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে সুন্দরবনের বহু গাছপালা নষ্ট হয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃক্ষ রোপণের কাজ চলছে।আর বেশি করে বৃক্ষ রোপণ করতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে।
0 Comments
Welcome