Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

মুড়িগঙ্গা নদীতে চালু হল ভেসেল পরিষেবা

মুড়িগঙ্গা নদীতে চালু হল ভেসেল পরিষেবা

কাকদ্বীপ|বৃহস্পতিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচলের শুভ উদ্বোধন করেন সাগর কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা।এদিন বিকাল ৫ টায় সরকারি নির্দেশ ও স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনেই ৪০ জন যাত্রী নিয়ে কচুবেড়িয়া ১ নম্বর জেটি থেকে কাকদ্বীপ লট নম্বর ৮ জেটি ঘাটে যায়।গত ২৩ মার্চ থেকে কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচল বন্ধ হয়ে যায়।ফলে করোনা আতঙ্কে লকডাউনের মধ্যে দীর্ঘ ৮৪ দিন বন্ধ রয়েছে এই ভেসেল পরিষেবা।এদিকে প্রশাসনের নির্দেশে ভেসেলে ওঠার জেটিঘাটের মুখে গেটের ব্যবস্থা করা হয়েছে।সেখানে স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।এমনকি মাস্ক বিহীন যাত্রী ভেসেলে উঠতে পারবে না।পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।ভেসেলে ১৩২ জন যাত্রী নিয়ে পারাপার হবে।কচুবেড়িয়া লাস্ট ভেসেল সন্ধ্যা ৭ টায় ছাড়বে এবং কাকদ্বীপ লট নম্বর ৮ ও ১ জেটিঘাট থেকে রাত সাড়ে ৮ টায় ভেসেল ছাড়বে।সাগর কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা বলেন করোনা ভাইরাস ও লকডাউনের কারণে গত ২৩ মার্চ থেকে মুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপ কচুবেড়িয়া ভেসেল পরিষেবা বন্ধ হয়ে যায়।দীর্ঘ ৮৪ দিন পর আবার ভেসেল পরিষেবা চালু হল সরকারি স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনে।মাক্স পড়া বাধ্যতামূলক এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।পাশাপাশি জেটিঘাটের গ্রেটে স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।১৩২ জন যাত্রী নিয়ে ভেসেল চলাচল করবে।এদিকে ভেসেল পরিষেবা চালু হতেই খুশি যাত্রীরা।

Post a Comment

0 Comments