বাসন্তীতে দুষ্কৃতীদের ছোঁড়া বোমা গুলিতে জখম ৫ জন
বাসন্তী|মঙ্গলবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী এলোপাথাড়ি বোমা গুলি ছুঁড়লে জখম হয় ৫ জন।জখমদের নাম মজিদ সরদার,কুরবান সরদার,রহিম সরদার,আজিদ সরদার,নন্দিনী নাইয়া।জখমরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ৩ নম্বর গরানবোস এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভরতগড় এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে ৩ নম্বর গরানবোস এলাকায় ঢুকে এলোপাথাড়ি বোমা গুলি ছুঁড়লে থাকে।দুষ্কৃতীদের ছোঁড়া বোমা গুলি ৫ জনের শরীরে লাগলে তারা গুরুত্বর জখম হয়।স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানেই তাদের চিকিৎসা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে ১ জনকে গ্রেফতার করে।এদিকে জখমদের অভিযোগ দেড় মাস আগে তাদের পরিবারের এক নাবালিকাকে কয়েকজন মিলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার পর বাড়ির সামনে নাবালিকাকে ফেলে দিয়ে চলে যায়।এ বিষয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়।পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে ফিরোজ মোল্লাকে পুলিশ গ্রেফতার করে।এরপর থেকে অভিযুক্তরা বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে।আর তাদের অনুগামীরা এই গুলি বোমা ছোঁড়ে।
বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান দুষ্কৃতীদের আক্রমণে বেশ কয়েকজন জখম হয়।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।এলাকায় চলছে পুলিশি টহলদারি।
বাসন্তী|মঙ্গলবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী এলোপাথাড়ি বোমা গুলি ছুঁড়লে জখম হয় ৫ জন।জখমদের নাম মজিদ সরদার,কুরবান সরদার,রহিম সরদার,আজিদ সরদার,নন্দিনী নাইয়া।জখমরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ৩ নম্বর গরানবোস এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভরতগড় এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে ৩ নম্বর গরানবোস এলাকায় ঢুকে এলোপাথাড়ি বোমা গুলি ছুঁড়লে থাকে।দুষ্কৃতীদের ছোঁড়া বোমা গুলি ৫ জনের শরীরে লাগলে তারা গুরুত্বর জখম হয়।স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানেই তাদের চিকিৎসা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে ১ জনকে গ্রেফতার করে।এদিকে জখমদের অভিযোগ দেড় মাস আগে তাদের পরিবারের এক নাবালিকাকে কয়েকজন মিলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার পর বাড়ির সামনে নাবালিকাকে ফেলে দিয়ে চলে যায়।এ বিষয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়।পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে ফিরোজ মোল্লাকে পুলিশ গ্রেফতার করে।এরপর থেকে অভিযুক্তরা বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে।আর তাদের অনুগামীরা এই গুলি বোমা ছোঁড়ে।
বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান দুষ্কৃতীদের আক্রমণে বেশ কয়েকজন জখম হয়।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।এলাকায় চলছে পুলিশি টহলদারি।
0 Comments
Welcome