Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বাসন্তীতে তপন ঘোষের শরণ সভা

বাসন্তীতে তপন ঘোষের শরণ সভা


নিজস্ব প্রতিনিধি | বাসন্তী |  মঙ্গলবার সকালে বাসন্তীর চোরাডাকাতিয়া গ্রামে হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষের শরণ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে করোনায় আক্রান্ত হয়ে গত রবিবার বিকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা তপন ঘোষের। এদিন তপন বাবুর শরণ সভা আয়োজন করেন হিন্দু সংহতির চোরাডাকাতিয়া লোকাল কমিটি। এই অনুষ্ঠানে তপন ঘোষের জীবনের নানা কথা আলোচনা করা হয় সে হিন্দু সংহতি প্রতিষ্টা থেকে শুরু হোক বা ইংল্যান্ডে ভাষণ দিতে গিয়ে বিতর্কে জড়ানোর মতো বিভিন্ন বিষয়। এছাড়াও তপন বাবুর আত্মার শান্তির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করেন সকল সদস্য থেকে শুরু করে সভায় উপস্থিত সবাই।
    এ দিন শরণ সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোরাডাকাতিয়া লোকাল কমিটির সভাপতি সাধন মন্ডল, সম্পাদক ভক্তরাম মাইতি সহ আরও অনেকে। উক্ত শরণ সভায় লোকাল কমিটির সভাপতি সাধন মন্ডল বলেন " তপন ঘোষ শুধু  সারাজীবন হিন্দু সম্প্রদায়ের জন্য কাজ করে গেছেন। বিজেপি থেকে বেরিয়ে এসে তপন ঘোষ হিন্দু সংহতি তৈরী করলেও হিন্দু সংহতি কিন্তূ কখনো ভোটের লড়াই অবতীর্ন হয়নি। হিন্দু সংহতি সবসময় প্রাকৃতিক দুর্যোগ এবং দাঙ্গার সময় ত্রাণ কার্যে নেমেছে। তাই তপন বাবুর আত্মার শান্তি কামনায় আমাদের এই শরণ সভা "।
তপন ঘোষের উক্ত শরণ সভার সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির অন্যতম সদস্য রতন মন্ডল ও সুন্দর ঘোষ।

Post a Comment

0 Comments