ভাগবতপুরে লোকালয় থেকে হরিণ উদ্ধার
পাথর প্রতিমা|শনিবার জঙ্গল থেকে একটি হরিণ বের হয়ে লোকালয়ে ঢুকে পড়লে হরিণটিকে উদ্ধার করে বন দফতরের বনকমীর্রা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের ভগবতপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল আটটা নাগাত হঠাৎই ভাগবতপুর কুমির প্রকল্প পাশের জঙ্গল থেকে একদল হরিণ উঠে আসে প্রকল্পের পাশের পুকুরে মিষ্টি জল পান করার জন্য।সেই সময় লোকালয়ে বেশ কয়েকটি কুকুর একটি হরিণকে তাড়া করে।
হরিণটি কুকুরের তাড়া খেয়ে গ্রামের মধ্যে দৌড় দিতে গিয়ে পুকুরের মধ্যে পড়ে যায়।কুকুরটি সেখানে গিয়ে হরিণটিকে আঁচড়ে কামড়ে দেয়।এদিকে কুকুরের আওয়াজ শুনে ভাগবতপুর কুমির প্রকল্পের অফিসাররা এবং গ্রামের লোকজন দৌড়ে আসে।তারা হরিণটিকে উদ্ধার করে পাথর প্রতিমা ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।সেখানে চিকিৎসাকরা হরিণটির চিকিৎসা শুরু করে।চিকিৎসার সময় চিকিৎসকরা বুঝতে পারে হরিণটি গর্ভবতী।তবে হরিণটি বর্তমানে সুস্থ আছে।চিকিৎসকরা এবং বনকর্মীরা হরিণটিকে পর্যবেক্ষণে রেখেছে।ডি এফ ও সন্তোষসা জি আর বলেন লোকালয়ে একটি হরিণ ঢুকে পড়লে হরিণটিকে উদ্ধার করে বনকর্মীরা।তবে লোকালয়ে বেশ কিছু কুকুর আক্রমণ করলে হরিণটি জখম হয়।হরিণটি কে চিকিৎসকরা চিকিৎসা করে।বর্তমানে হরিণটি সুস্থ আছে।চিকিৎসা ও বনকর্মীরা হরিণটিকে পর্যবেক্ষণে রেখেছে।
পাথর প্রতিমা|শনিবার জঙ্গল থেকে একটি হরিণ বের হয়ে লোকালয়ে ঢুকে পড়লে হরিণটিকে উদ্ধার করে বন দফতরের বনকমীর্রা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের ভগবতপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল আটটা নাগাত হঠাৎই ভাগবতপুর কুমির প্রকল্প পাশের জঙ্গল থেকে একদল হরিণ উঠে আসে প্রকল্পের পাশের পুকুরে মিষ্টি জল পান করার জন্য।সেই সময় লোকালয়ে বেশ কয়েকটি কুকুর একটি হরিণকে তাড়া করে।
হরিণটি কুকুরের তাড়া খেয়ে গ্রামের মধ্যে দৌড় দিতে গিয়ে পুকুরের মধ্যে পড়ে যায়।কুকুরটি সেখানে গিয়ে হরিণটিকে আঁচড়ে কামড়ে দেয়।এদিকে কুকুরের আওয়াজ শুনে ভাগবতপুর কুমির প্রকল্পের অফিসাররা এবং গ্রামের লোকজন দৌড়ে আসে।তারা হরিণটিকে উদ্ধার করে পাথর প্রতিমা ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।সেখানে চিকিৎসাকরা হরিণটির চিকিৎসা শুরু করে।চিকিৎসার সময় চিকিৎসকরা বুঝতে পারে হরিণটি গর্ভবতী।তবে হরিণটি বর্তমানে সুস্থ আছে।চিকিৎসকরা এবং বনকর্মীরা হরিণটিকে পর্যবেক্ষণে রেখেছে।ডি এফ ও সন্তোষসা জি আর বলেন লোকালয়ে একটি হরিণ ঢুকে পড়লে হরিণটিকে উদ্ধার করে বনকর্মীরা।তবে লোকালয়ে বেশ কিছু কুকুর আক্রমণ করলে হরিণটি জখম হয়।হরিণটি কে চিকিৎসকরা চিকিৎসা করে।বর্তমানে হরিণটি সুস্থ আছে।চিকিৎসা ও বনকর্মীরা হরিণটিকে পর্যবেক্ষণে রেখেছে।
0 Comments
Welcome